সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাবর আজমের। ওয়ানডে ক্রিকেটের ১ নম্বর ব্যাটসম্যান হয়ে বিশ্বকাপে পা রাখলেও ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারছেন না তিনি। সঙ্গে যুক্ত হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লজ্জাজনক এক হার। সব মিলিয়ে আজ নিজের ২৮তম জন্মদিন বেশ সাদামাটাভাবেই কাটাতে হচ্ছে পাকিস্তানি অধিনায়ককে। ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙে চলা বাবর আজমের ব্যক্তিগত জীবনও বেশ রোমাঞ্চকর। জন্মদিনে আজ বাবর আজম সম্পর্কে কিছু তথ্য জানা যাক।
সূত্র: জি নিউজ