যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এসেক্সের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা ‘গ্রেট স্কলারশিপ’ নামের এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। বাংলাদেশ ছাড়াও মিশর, ঘানা, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হচ্ছে।
ব্রিটিশ কাউন্সিল ও যুক্তরাজ্য সরকার যৌথভাবে বৃত্তিটি দেওয়ার উদ্যোগ নিয়েছে। এক বছর মেয়াদী এই স্নাতকোত্তরে আপনি এমএ, এমএসসি বা এলএলএম ডিগ্রি নিতে পারবেন। বৃত্তি পাওয়ার জন্য আবেদনকারীকে সর্বোচ্চ ২০০ শব্দের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। ২০২৩ সালের ৩১ মে পর্যন্ত আবেদন করা যাবে। বৃত্তির জন্য যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের ২৪ জুনের মধ্যে জানানো হবে। বিস্তারিত জানা যাবে এই লিংকে।