মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশনে পড়েন ইনাম আহমেদ। জানাচ্ছেন তাঁর অভিজ্ঞতা।
সম্প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। ২০টি সরকারি ও ১৬০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কটিতেই আমাদের দেশের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ আছে। ফাউন্ডেশন, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি এবং পোস্টডক্টরাল পর্যায়ে পড়তে পারবেন। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ফাউন্ডেশন বা ডিপ্লোমা থেকে এখানে একজন বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা শুরু করতে পারেন। তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণের কারণে মালয়েশিয়ার শিক্ষাব্যবস্থায় সম্প্রতি আধুনিক প্রযুক্তির পাঠ্যক্রম অন্তর্ভুক্ত হয়েছে। যার ফলে প্রতিটি বিষয়ের শিক্ষার্থীকেই চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে প্রযুক্তি ও এর প্রয়োগ শেখানো হয়।
আইইএলটিএস বা টোয়েফল সনদ না থাকলেও মালয়েশিয়ার অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়। তবে সে ক্ষেত্রে মূল কোর্স শুরুর আগে বিশ্ববিদ্যালয় থেকে আইইএলটিএসের প্রশিক্ষণ নিয়ে পরীক্ষায় বসতে হয়। এ সুবিধার কারণেও অনেক বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়াকে বেছে নিচ্ছেন।
আমি বর্তমানে কুয়ালালামপুরের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশনে কম্পিউটারবিজ্ঞানে স্নাতক করছি। প্রায় ১৩০টি দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আমার বিশ্ববিদ্যালয়ে পড়েন।