অনলাইন জগতে হইচই ফেলে দিয়েছে ‘চ্যাটজিপিটি’। যাঁদের এ বিষয়ে ন্যূনতম আগ্রহও ছিল না, তাঁরাও এর ভক্ত বনে গেছেন। চ্যাটবট মূলত একধরনের সফটওয়্যার, যেটা ইউজারদের সঙ্গে মানুষের মতোই চ্যাট করতে পারে। সে জন্য প্রয়োজনমতো তথ্য নেয় ইন্টারনেট থেকে। চ্যাটজিপিটি এ বিষয়ে এতই ওস্তাদ যে তাকে কোনো প্রশ্ন করে কাবু করা যায় না। রচনা, অনুচ্ছেদ বা অ্যাসাইনমেন্ট তো নস্যি, বললে গল্প, কবিতা, উপন্যাস পর্যন্ত অনায়াসে লিখে দিতে পারে।
তাই দেখে অনেকেই বলছেন, চ্যাটবটের এমন উন্নতিতে অনেক চাকরিই হুমকির মুখে পড়বে। আরেক দল আবার তাঁদের সঙ্গে একমত নন। সেটি ভবিষ্যতের প্রশ্ন। তবে এখন চাইলেই আপনার কর্মক্ষেত্রে নিতে পারেন চ্যাটজিপিটির সাহায্য। জেনে নিন কী কী কাজে সেটি নিতে পারেন।
প্রতিদিন কাজ করতে গিয়ে কতশতবার যে ইন্টারনেটে কত কিছু খুঁজে বেড়াতে হয়! কখনো তথ্য, কোনো কিছুর বিবরণ বা মনে না পড়া শব্দ। একেকটা জিনিস খুঁজতে গেলে সুনির্দিষ্টভাবে প্রয়োজনটা লিখতে হয়, বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটতে হয়। অনেক সময় একটা জিনিস পেতে অনেকবার অনেকভাবে লিখে সার্চ দিতে হয়। চ্যাটজিপিটিতে এই পুরোটাই করতে পারবেন এক বাক্যে। ঠিকঠাক প্রশ্নটা করলেই হবে।
অফিসে প্রতিদিন যোগাযোগের জন্য কত কিছু লিখতে হয়। চিঠি, আবেদনপত্র, ইমেইল, প্রবন্ধ, বক্তৃতা। এমনকি সহকর্মীদের মূল্যায়ন করতেও লিখতে হয় লম্বা লম্বা লেখা। সেগুলোর একটা বড় অংশই আবার আনুষ্ঠানিকতায় পূর্ণ। এসব লেখালেখিতেই কেটে যায় অনেকটা সময়। সে কাজে চ্যাটজিপিটির সাহায্য নিয়ে আরও বেশি সময় দিতে পারেন নিজের কাজে।
অনেক সময় আপনাকে কাজ করতে হয় বিপুল তথ্য নিয়ে। সেগুলো বিশ্লেষণ করে বুঝতে হয় চলমান প্রবণতা। তার ভিত্তিতে নিতে হয় সিদ্ধান্ত। কিংবা লিখতে হয় রিপোর্ট। তথ্যের পরিমাণ যত বাড়ে, সাজানো ও বিশ্লেষণেও লাগে তত বেশি সময়। সে কাজে নিতে পারেন চ্যাটজিপিটির সাহায্য।
দুটিই করণিক কাজ। কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিদিন পরিকল্পনা সাজাতে ও সময় ব্যবস্থাপনা করতে আপনাকে বেশ খানিকটা সময় ব্যয় করতে হয়। করণিক ধরনের বলে এটা সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে করা সম্ভব। যে বিষয়ে চ্যাটজিপিটি ওস্তাদ। তাই এই দুই কাজেও নিতে পারেন নতুন এই চ্যাটবটের সাহায্য।
চাকরি জীবনের শুরুতে বা নতুন চাকরি খুঁজতে আপনাকে নতুন করে বানাতে হয় জীবনবৃত্তান্ত বা সিভি, লিখতে হয় কভার লেটার। সে কাজে নিতে পারেন চ্যাটজিপিটির সাহায্য। আবার যদি চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করেন, সেখানেও কাজে লাগাতে পারেন নতুন যুগের এই চ্যাটবটকে। ওর সঙ্গে চ্যাট করুন আপনার পরিকল্পনা নিয়ে। ওর বিশ্লেষণ ব্যবহার করুন সিদ্ধান্ত নিতে। কাজে লাগাতে পারেন যোগাযোগেও।
তথ্যসূত্র : বিজনেস ইনসাইডার