৭১তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার পর্দা নেমেছে গতকাল। এবারের আসরে সেরাদের সেরার মুকুট পরেছেন যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক তার ইতিবৃত্ত।
৭১তম মিস ইউনিভার্স হিসেবে জয়ের মুকুট পরলেন মার্কিন মডেল আর’বনি গ্যাব্রিয়েল। ফিলিপিন বংশোদ্ভূত এই মার্কিন সুন্দরীকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ভারতের হারনাজ সান্ধু২৫ বছর বয়সে মাত্র ২০ ডলার নিয়ে পড়াশোনা করতে যুক্তরাষ্ট্রে আসেন বাবা রেমিজিও গ্যাব্রিয়েল। সেখানেই ডানা ওয়াকারের সঙ্গে পরিচয় ও পরিণয়। আর’বনি গ্যাব্রিয়েল বাবা-মায়ের চতুর্থ সন্তান, পরিবারে রয়েছে বড় তিন ভাই।ছোটবেলা থেকেই ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতি আগ্রহ। পড়াশোনাও ফ্যাশন ডিজাইনিং নিয়ে। ২০১৮ সালে নর্থ টেক্সাস ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে স্নাতক করেছেন আর’বনি গ্যাব্রিয়েল। ‘আর’বনি নোলা’ নামক পোশাক কোম্পানির মালিক তিনি। এ ছাড়া ‘ম্যাগপাই অ্যান্ড পিককস’ নামের অলাভজনক একটি প্রতিষ্ঠানে সেলাই প্রশিক্ষক হিসেবে কাজ করেন।২০২০ সালে প্রথমবারের মতো বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন আর’বনি গ্যাব্রিয়েল। সেবার তিনি টেক্সাসের গণ্ডিই পার হতে পারেননি। তবে হাল ছাড়েননি গ্যাব্রিয়েল। ২০২১ সালে আবারও চেষ্টা করেন। মিস টেক্সাস প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে বিদায় নেন তিনি। মিস আমেরিকায় অংশগ্রহণ তাঁর কাছে স্বপ্নই থেকে যায়।মিস ইউনিভার্সের ৭১ বছরের ইতিহাসে দ্বাদশতম মুকুট ‘ফোর্স ফর গুড’ উঠেছে আর’বনি গ্যাব্রিয়েলের মাথায়। ডায়মন্ড ও নীল পাথরের তৈরি এই মুকুটের আনুমানিক দাম ৬০ কোটি টাকা।২০২২ সালে অবশেষে মিস আমেরিকায় অংশ নেওয়ার সুযোগ পান। মিস টেক্সাস থেকে মিস আমেরিকা, দুটো মুকুটই নিজের করে নেন গ্যাব্রিয়েল।মিস ইউনিভার্সের ৭১তম আসরে যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি। টানা তিন বছরের পরিশ্রম বৃথা যায়নি। মিস ইউনিভার্সের মঞ্চে এসেই বাজিমাত করেন গ্যাব্রিয়েল। মিস ইউনিভার্সের মুকুট নিজের করে নেন।মিস ইউনিভার্স ইতিহাসের সবচেয়ে বয়স্ক নারী হিসেবে মিস ইউনিভার্সের খেতাব জিতে নিয়েছেন আর’বনি গ্যাব্রিয়েল।ইনস্টাগ্রামে আর’বনির অনুসারির সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে