ফাঁকা হাইওয়ে। গান চালিয়ে বেশ গতিতেই গাড়ি নিয়ে ছুটছেন গন্তব্যের দিকে। হঠাৎ খেয়াল করলেন, গাড়ির ব্রেক কাজ করছে না। সেই সময় অনেকেরই মাথাও কাজ করে না। হুলুস্থুল করে নানা ভুলভাল কাজ করে ফেলেন কেউ কেউ। তাতে জীবননাশের মতো ঘটনাও ঘটতে সময় লাগে না। কী করবেন তখন?
চলুন আগে জেনে নিই, ওই মুহূর্তে কোন কাজগুলো করবেন না...
এলোমেলো স্টিয়ারিং ঘোরানো—একেবারেই নয়
নিয়ন্ত্রণহীন গাড়ির গতি কমাতে স্টিয়ারিং হুইল এদিক–সেদিক করবেন না। এতে গতি কমবে না, বরং গাড়ি আরও বেশি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে।
দরজা খুলে পা নামানো নয়
অনেকে মনে করেন, ব্রেক ফেল হলে গাড়ির দরজা খুলে পা রাস্তায় নামিয়ে যতটা পারা যায় গাড়ির গতি কমিয়ে আনা সম্ভব। কিন্তু, না। ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে থাকা গাড়ির গতি এভাবে কমবে, এমনটা আশা করাও বোকামি। উল্টো আপনার পা মচকে মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারেন।
জোরে হ্যান্ডব্রেক টেনে ধরাও উচিত নয়
অনেকে এ সময় জোরে হ্যান্ডব্রেক টেনে ধরে গাড়ির গতিকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। এটাও করা যাবে না। এতে গতিশীল গাড়ি স্কিড করে আশপাশের গাড়ি অথবা সড়ক বিভাজকে ধাক্কা খেতে পারে। কিছু ক্ষেত্রে গাড়ি উল্টেও যেতে পারে।
ব্রেক ফেল হলে যা করবেন-
মনে রাখবেন, যন্ত্রের ওপর ভরসা করা যায় না। ‘সুস্থ-সবল নাদুসনুদুস’ গাড়িও পুরোটাই একটা যন্ত্রমাত্র। তাতে যেকোনো সময় ব্রেক ফেল হতেই পারে। আর নিশ্চয় ব্রেক ফেল হওয়ার আগে যন্ত্রটা আপনার কাছ থেকে অনুমতি চাইবে না!
১. ব্রেক ফেল হলে প্রথমত মাথা ঠান্ডা রাখবেন। সামনে–পেছনে ভালোভাবে দেখে আশপাশে থাকা অন্যান্য গাড়ির গতিবিধি একটু বুঝে নেবেন।
২. আধুনিক অনেক গাড়িতেই এখন ইলেকট্রিক হ্যান্ডব্রেক থাকে। সেই সুইচটি একটু টেনে ধরবেন। তবে হ্যাঁ, টেনে ধরে রাখবেন। টেনেই ছেড়ে দেবেন না। টেনে কিছুক্ষণ ধরে রাখলেই দেখবেন গাড়ি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে, গতিও কমছে।
৩. গতি কমে গেলে সুযোগ বুঝে গাড়িটা রাস্তার পাশে কোথাও থামিয়ে
নিকটবর্তী গাড়িচালকদের হর্ন দিয়ে সতর্ক করুন। তাঁরা যাতে নিরাপদ দূরত্ব বজায় রাখেন।
৪. লো গিয়ারে গাড়ি চালান। এতে গাড়ির গতি কমে আসবে। গাড়ি থামাতে সুবিধা হবে।
৫. ব্রেক প্যাডেল চাপতে থাকুন। সেটি সাড়া না দিলেও থামলে চলবে না। ব্রেক প্যাডেল একটানা চাপতে থাকলে প্যাডেলের ওপর সামান্য হলেও চাপ তৈরি হবে। তাতে গাড়ির গতি কমে যেতে পারে।
৬. ব্রেক প্যাডেল চাপার সময় গাড়িটিকে রাস্তার ধারে বা নিরাপদ স্থানে নিয়ে যান।
হ্যান্ডব্রেক থাকলে সেটা ব্যবহার করুন। এতে গাড়ির গতি কমে আসবে।
৭. গাড়িতে যদি স্পিড ব্রেক থাকে, তাহলে সেটাতেও চাপ দিতে থাকুন। গাড়ির গতি ধীরে ধীরে কমে আসবে।
৮. পথের কোথাও ফাঁকা জায়গা থাকলে গাড়িটি সেখানে নিয়ে যান। বালি বা মাটির রাস্তা থাকলে সেখানে চালানোর চেষ্টা করুন। এর ফলে ঘর্ষণে গাড়ির গতি এমনিতেই কমে আসবে। দ্রুত থামাতে পারবেন। মনে রাখতে হবে যে গাড়ির গতি বেশি থাকলে তা চট করে থামানো যাবে না। ধীরে ধীরে গতি কমাতে হবে গাড়ির।
গাড়ি যাতে ব্রেক ফেল না করে, সে জন্য যা করণীয়:
নিয়মিত গাড়ির সার্ভিসিং করাতে হবে।
লম্বা যাত্রায় নামার আগে ব্রেক প্যাডস, ডিস্ক ঠিক আছে কি না, দেখুন। এটা বাধ্যতামূলক। নিয়ম করে এই দুটো যন্ত্র পরীক্ষা করতে হয়, বদলাতে হয়।
রাস্তায় ব্রেক কষার আগে নিকটবর্তী গাড়িচালককে হর্ন দিয়ে সতর্ক করুন।দিন।
সূত্র: স্কিলফুল ড্রাইভারের ইনস্টাগ্রাম হ্যান্ডল
Photo by JESHOOTS.com from pexels