দুটি ক্যাটাগরিতে জয়ী হয়েছেন জারিফ আখতার (বায়ে) ও ত্ব-সীন ইলাহি
দুটি ক্যাটাগরিতে জয়ী হয়েছেন জারিফ আখতার (বায়ে) ও ত্ব-সীন ইলাহি

দুই তরুণের দুই স্বর্ণ ও দুই রৌপ্য জয়

নিরাপদ ড্রাইভিং ডিভাইস ও ইলেকট্রিক পিউরিফায়ার বানিয়ে দুটি স্বর্ণ ও দুটি রৌপ্য জিতেছেন বাংলাদেশের দুই তরুণ।

ইন্দোনেশিয়ার বান্দুং শহরে ১৩-১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড ইনোভেটিভ সায়েন্স প্রজেক্ট অলিম্পিয়াডে মূল পর্ব। বিজ্ঞান প্রকল্প ও গবেষণা প্রবন্ধ নিয়ে এতে অংশ নেয় ১৬টি দেশের ৪৬টি দল। প্রতিযোগিতার দুটি ক্যাটাগরিতে প্রকল্প উপস্থাপন করে দুটিতেই জয়ী হয়েছেন বাংলাদেশের দুই শিক্ষার্থী। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ক্যাটাগরিতে দুটি স্বর্ণ ও এনভায়রনমেন্টাল সায়েন্সে দুটি রৌপ্য জেতেন তাঁরা। বিজয়ী শিক্ষার্থীরা হলেন সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের জাবীর জারিফ আখতার ও রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান সরকারি কলেজের ত্ব-সীন ইলাহি। ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে চারটি স্বর্ণ পেয়েছে বাংলাদেশের অন্য আরেকটি দল।

বিজয় দিবসে পরপর দুটি ক্যাটাগরিতে স্বর্ণ ও রৌপ্যপদক অর্জন করাটা ছিল অনেক বেশি গর্বের

জোড়া পদক জয়ের বিষয়ে জাবীর জারিফ আখতার বলেন, বিজয়ীদের নাম ঘোষণা করা হয় ১৬ ডিসেম্বর। বিজয় দিবসে পরপর দুটি ক্যাটাগরিতে স্বর্ণ ও রৌপ্যপদক অর্জন করাটা ছিল অনেক বেশি গর্বের। স্বল্প সময়ের ব্যবধানে প্রকল্প দুটি গোছানো, উপস্থাপন—বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানালেন তাঁরা। দলের আরেক সদস্য ত্ব-সীন ইলাহি যোগ করেন, ‘অনেকেই প্রকল্পের ধারণা দিয়ে দায়িত্ব শেষ করেছেন। অন্যদিকে আমরা প্রকল্পের ব্যবহারিক দিকও পরীক্ষা করে দেখিয়েছি। ভালো ফল করার এটাও একটা কারণ।’

যে প্রকল্পের জন্য এসেছে পুরস্কার

ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিভাগে ‘অরাগার্ড: সেফ ড্রাইভিং সিস্টেম’ নামে একটি বিশেষ নিরাপত্তাযন্ত্র উপস্থাপন করেন এই দুই তরুণ। এটি মূলত একটি একক মাদারবোর্ড। যেখানে প্রায় ১১ ধরনের নিরাপত্তা ফিচার যুক্ত করা আছে। নিরাপত্তাযন্ত্রটি ড্রাইভিং অভিজ্ঞতাকে আরও স্মার্ট, সুরক্ষিত ও নিরাপদ করে তোলে।

অরাগার্ড_সেফ ড্রাইভিং সিস্টেম

দ্বিতীয় প্রকল্প হলো ‘হাইড্রোপ্লাজমা এক্স: হাই ভোল্টেজ প্লাজমা ওয়াটার পিউরিফায়ার ফ্রম ইলেকট্রনিক ওয়েস্ট’। এটি মূলত একটি ইলেকট্রিক পিউরিফায়ার, যা পানিতে উচ্চমাত্রার শক ওয়েভ প্রদান করে পানিকে দূষণমুক্ত করে।

হাইড্রোপ্লাজমা এক্স_হাই ভোল্টেজ প্লাসমা ওয়াটার পিউরিফায়ার ফ্রম ইলেকট্রনিক ওয়েস্ট