ছাদবাগান থেকেই শতাধিক প্রজাতির হাজারের বেশি ছবি তুলেছেন আশিফুল, রইল তারই ১৫টি

শখের বাগানে পোকামাকড়ের আনাগোনা দেখলে কার না কপালে চিন্তার ভাঁজ পড়ে। ব্যতিক্রম আশিফুল হক। পোকাদের দেখে তিনি মুগ্ধ হন, যত্ন করে তাদের ছবি তোলেন। গত তিন বছরে ঢাকায় তাঁর ছাদবাগান থেকেই শতাধিক প্রজাতির হাজারের বেশি ছবি তুলেছেন। ‘আই ন্যাচারালিস্ট’ নামে প্রকৃতিপ্রেমীদের একটি বৈশ্বিক নেটওয়ার্কে সেসব ছবি তুলে দিয়েছেন শখের এই আলোকচিত্রী।