মনের তাগিদে শিল্প সৃজন করেন একজন শিল্পী। এর খাঁটি উদাহরণ ওয়েলসের শিল্পী জন ফোরম্যান। মনের খেয়ালে প্রাকৃতিক নানান উপাকরণে তৈরি করেন শিল্পকর্ম। এসব শিল্পকর্ম প্রকৃতিতেই থাকে, প্রকৃতিতেই মিশে যায়। জন পৃথিবীকে অল্প কিছুক্ষণের জন্য হলেও আরেকটু সুন্দর করে সাজাতে চান। আর এটাই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। ছবি দেখতে দেখতে জেনে নিন বিস্তারিত।