শাহরুখ খান, সালমান খান আর আমির খান—এই তিন খানকে ছাড়া কল্পনাই করা যায় না বলিউডের সম্রাজ্য। কেবল তিন খানের কথা বললে আবার মন খারাপ করেন কারিনা কাপুর খান। তিনি বলেন, কেন, সাইফ আলী খান কি ‘খান’ না? জেনে নেওয়া যাক এই চার খানের আয়রোজগার আর মোট সম্পদের কথা।
এই মুহূর্তে শাহরুখ খান তাঁর প্রতিটি সিনেমা থেকে ৮৫ কোটি রুপি বা ১০৭ কোটি টাকা করে পারিশ্রমিক নেন। এ ছাড়া তাঁর সিনেমা যা ব্যবসা করে, এর শতকরা ৬০ ভাগ লভ্যাংশও নেন শাহরুখতবে শাহরুখের আয়ের অন্যতম প্রধান উৎস হলো এন্ডোর্সমেন্ট ও বিজ্ঞাপনবলিউডের খানদের ভেতর সবচেয়ে ধনী শাহরুখ খান। তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৯১০ কোটি রুপি বা ৭ হাজার ৪৮০ কোটি টাকাকেবল বলিউডেই নয়, বিনোদন বিশ্বের সেরা ধনীদের একজন শাহরুখ খান
আমির খান সিনেমাপ্রতি নেন ৮০ কোটি রুপি বা ১০১ কোটি টাকা। এ ছাড়া সিনেমার লভ্যাংশের শতকরা ৭৫ ভাগও নিজের পকেটে পোরেন আমিরতাঁর মোট সম্পদের পরিমাণ ২ হাজার ৩৭৪ কোটি টাকাসালমান খান সিনেমাপ্রতি পারিশ্রমিক নেন ১০০ কোটি রুপি বা ১২৬ কোটি টাকা। যা খানদের ভেতর সর্বোচ্চ। এ ছাড়া সিনেমার লভ্যাংশের ৭০ শতাংশও সালমানের
বিজ্ঞাপন
সালমানের মোট সম্পদের পরিমাণ ৩১৫ মিলিয়ন ডলার বা ৩ হাজার ২৫১ কোটি টাকা এই তিন খানের বাইরে সাইফ আলী খান সিনেমাপ্রতি পারিশ্রমিক নেন ১২ কোটি রুপি বা ১৫ কোটি টাকা। বলিউডের খানদের ভেতর একমাত্র তাঁর শরীরেরই বইছে ‘নবাব’ পরিবারের রক্ততাঁর মোট সম্পদের পরিমাণ ১৫০ মিলিয়ন বা ১ হাজার ৫৪৮ কোটি টাকা