অপূর্ণ ভালোবাসা

যদি প্রথম আলো পড়েন, আর ভাগ্যক্রমে লেখাটা চোখে পড়ে, তাহলে বুঝতে পারবেন যে আপনা উদ্দেশেই লিখেছি। আপনার সঙ্গে সৌভাগ্যক্রমে পরিচয়। এই সময়ের মধ্যেই বুঝতে পারলাম আপনি খুব ভালো। এমন মানুষ খুব কমই আছে। আপনার প্রতি আমার ভালোবাসা যদিও একতরফা, কিন্তু আপনাকে সারা জীবন মনে রাখব। হয়তো আমাকে আপনার মনে থাকবে না, তারপরও প্রতিবছর আপনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে স্মরণে থাকার চেষ্টা করব। আপনাকে আমি অনেক করে চেয়েছিলাম, কিন্তু হয়তো আমার ভাগ্যে নেই। যদি পেতাম তাহলে হয়তো আমি হতাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এই জীবনে আর কিছু দরকার হতো না। যদিও বলাটা সমীচীন নয়, তবু বলছি...আমি আপনাকে অসম্ভব ভালোবাসি।

শাইরি, ঢাকা

হুট করে একদিন

আমাদের সম্পর্কের শুরুটা বেশ নাটকীয়। ঝগড়া দিয়ে শুরু। কবে যে সেটা ভালোবাসায় পরিণত হলো, বুঝতেই পারলাম না। আমাদের প্রথম দিনটাও ছিল খুব সুন্দর। এখন চাইলেই আর দেখা করতে পারি না। ধীরে ধীরে ‘লং ডিসট্যাস্ট রিলেশনশিপে’ পরিণত হয়েছে। কতগুলো বিশেষ দিন তোমাকে ছাড়া কাটাতে হয়েছে। হুট করে একদিন আসব তোমার সামনে আলাদিনের চেরাগের মতো। তোমাকে অনেক ভালোবাসি, পেরু।

নাম প্রকাশে অনিচ্ছুক

প্রিয় লক্ষ্মীপুরের বাসিন্দা

তুমি কি জানো, একটা মেয়ে তোমাকে অনেক ভালোবাসে। এই মেয়েটা একমাত্র তোমার দেখা পেলেই মন খুলে হাসতে পারে। সে জানে, এই হাসি দিনে দিনে অসুখে পরিণত হয়েছে। কিন্তু সেটা তোমাকে কী করে বোঝাই! সে শুধু তোমার দেখা পেলেই মন খুলে হাসতে পারে। আমি জানি তুমি আমার ভালো চাও, তাই তোমার থেকে দূরে থাকার পরামর্শই দেবে। কিন্তু আমি তোমাকে চাই। তুমি আমার জীবনে দেখা এমন এক অসাধারণ ব্যক্তি, যাকে আমি ভুলতে পারব না। তোমাকে অনেক ভালোবাসি, তুহিন। তোমার অপেক্ষায় থাকব।

অরিত্রী

ভেলানগর, নরসিংদী

স্মৃতির মরণ হোক

আমি দেখলাম, মস্তিষ্কের স্মৃতিগুলো ম্লান হয়ে যাওয়ার পর মনের স্মৃতি দীর্ঘায়িত ও সুমিষ্ট হয়। অথচ তাকে আমি ভালোবাসি। তার জন্য সবকিছুকে উপেক্ষা করা যায়।

এটা আমার মনে আঘাত করে যে আপনি আমার কাছের হয়েও দূরের! অনেক তো হলো, এবার জায়গায় আসেন। যখন জানেন অপেক্ষায় আছি, তবে ফিরে আসেন নিজের স্থানে। কেন এত দূরত্ব? সত্যিই আমার শ্বাস রুদ্ধ হয়ে আসে। আপনি যে আমার সবচেয়ে প্রিয় বন্ধু, সবচেয়ে কাছের। আর যদি সেটা না হয়, তবে আমার স্মৃতির মরণ হোক।

তামান্না ইসলাম

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

লেখা পাঠানোর ঠিকানা

অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

ই-মেইল: adhuna@prothomalo.com, ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন ‘মনের বাক্স’