তারা আপনার বাসায় বাগান করে দেবে, সঙ্গে নেবে যত্নও

নিজের বাগানের সতেজ ফল ও সবজিতে মিটবে পরিবারের পুষ্টির চাহিদা, এমনটা নিশ্চয়ই অনেকেই চান। কিন্তু প্রাত্যহিক কর্মব্যস্ততায় ইচ্ছা থাকলেও অনেকেই আর সেভাবে বাগান করে উঠতে পারেন না। এই আপনাদের জন্যই এখন ঢাকায় গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান, যারা আপনার চাহিদা অনুযায়ী ছাদবাগান করা থেকে শুরু করে পরিচর্যার কাজটাও করে দেবে। এখানে থাকল তেমনই কিছু প্রতিষ্ঠানের খোঁজ। এসব প্রতিষ্ঠানের সাহায্য নিয়ে ছোট্ট বারান্দায় আপনিও গড়ে তুলতে পারেন নিজের একটুকরো সবুজ বাগান।

ছাদবাগান থেকে শুরু করে পরিচর্যার কাজটাও করতে ঢাকায় গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান
ছবি : সংগৃহীত

গ্রিন সেভারস

নগর কৃষি নিয়ে ২০১০ সাল থেকে কাজ করছে গ্রিন সেভারস। ছাদ পরিদর্শন শেষে থ্রিডি নকশা প্রণয়ন থেকে শুরু করে ইনডোর গার্ডেন, আউটডোর ল্যান্ডস্কেপিং, ভার্টিক্যাল গার্ডেনসহ স্বয়ংক্রিয় সেচব্যবস্থার কাজ করে তারা। এ ছাড়া বাগান পরিচর্যার জন্য তাদের রয়েছে ‘গাছের ডাক্তার’ নামের একদল প্রশিক্ষিত বাগানসেবক। ফলে বাগানের যাবতীয় সমস্যা থেকে আপনি থাকতে পারেন চিন্তামুক্ত। এই সেবা নিতে খরচ হবে সপ্তাহে এক দিন করে মাসে ৩ হাজার ৫০০ টাকা, দুই দিন করে ৭ হাজার টাকা এবং তিন দিন করে ১০ হাজার ৫০০ টাকা। পাশাপাশি সার, মাটি, টব, বীজ, চারা, ওষুধপত্র, যন্ত্রপাতিসহ বাগানবিষয়ক সব ধরনের অনুষঙ্গের ব্যবস্থাও এখানে আছে। শুধু তা–ই নয়, আপনার প্রয়োজনে গ্রিন সেভারস থেকে অভিজ্ঞ কৃষিবিদও পৌঁছে যাবে।

যোগাযোগ: ০১৯০৯১১০৬০০, ০১৯০৯১১০৬১০, ওয়েবসাইট: www.thegreensavers.org

গার্ডেন সেন্টার

গার্ডেন সেন্টার দিচ্ছে আবাসিক ও বাণিজ্যিক এলাকায় ল্যান্ডস্কেপ সুবিধা, কৃত্রিম ঝরনা, ছাদবাগান গড়া ও পরিচর্যার সুবিধা। গার্ডেন সেন্টারের ব্যবস্থাপক কবির হোসেন জানান, অস্থায়ী টব কিংবা ড্রামের পরিবর্তে স্থায়ী বেড তৈরি করে বাগান করার প্রতি জোর দেন তাঁরা। আছে বছরব্যাপী চুক্তিতে বাগান পরিচর্যার মালিসেবা। সপ্তাহে কয়দিন করে সেবা লাগবে, তার ওপর নির্ভর করে নির্ধারিত হয় পারিশ্রমিক।

যোগাযোগ: ০১৭১১৫২৮৯৫৪, ওয়েবসাইট: www.grdcentre.com

এসব প্রতিষ্ঠানে মিলবে বাগানবিষয়ক পরামর্শ ও রক্ষণাবেক্ষণ সেবা

গ্রিন মি

কীভাবে পরিকল্পনামাফিক ছাদবাগান করা যায়, তার ওপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে গ্রিন মি। আগ্রহী যে কেউ কর্মশালায় অংশ নিতে পারেন। নিজেই তখন হয়ে উঠতে পারেন নিজ বাগানের দক্ষ মালি। এ ছাড়াও বাড়িতে ছাদবাগান গড়ে দেওয়ার কাজটিও করেন তারা।

যোগাযোগ: ০১৯৭৭৪৮৮৯১০

বাগানবাড়ি ল্যান্ডস্কেপ লিমিটেড

বাগানবাড়ি ল্যান্ডস্কেপ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আকাশ জানান, এখানে পাবেন বাগানবিষয়ক পরামর্শ ও রক্ষণাবেক্ষণ সেবা। ১০টি ভিন্ন ভিন্ন প্যাকেজের আওতায় ‘এক্সপার্ট গার্ডেনিং হোম সার্ভিস’–এ প্রশিক্ষিত বাগানসেবকের দ্বারা নিয়মিত বাগান পরিচর্যার সুযোগ দিচ্ছে তারা।

যোগাযোগ: ০১৯১৬৭৫৯৫১৫

সপ্তাহে কয়দিন সেবা লাগবে, তার ওপর নির্ভর করে নির্ধারিত হয় এসব প্রতিষ্ঠানের পারিশ্রমিক

গার্ডেনিং বাংলাদেশ

ব্যক্তিগত কিংবা বাণিজ্যিক—চাহিদা অনুযায়ী ল্যান্ডস্কেপের মাধ্যমে ভবনের ছাদের নতুন রূপ দেয় ‘গার্ডেনিং বাংলাদেশ’। পাশাপাশি ছাদবাগান গড়ে দেওয়া থেকে শুরু করে বাগানবিষয়ক সব ধরনের পরামর্শ দেয় তারা।

যোগাযোগ: ০১৭১৬৮৯৬৬৮১

ব্র্যাক নার্সারি

‘এবার ছাদই হবে আপনার কাঁচা বাজার’ স্লোগানে চার ধরনের ছাদবাগান প্যাকেজ নিয়ে এসেছে ব্র্যাক নার্সারি, জানালেন প্রতিষ্ঠানটির সহকারী বিক্রয় ব্যবস্থাপক মনির আহমেদ। ২৫০ বর্গফুটের একটি ছাদের জন্য ৫টি ফল, ৩টি ঔষধি ও ৩টি সবজির গাছ নিয়ে হবে ছাদবাগান প্যাকেজ–১। সঙ্গে থাকবে হাফ ড্রাম, ১২ ইঞ্চি টব বা ট্রে ও রেডিমেড মাটি। খরচ হবে ১৫ হাজার টাকা। ৪০০ বর্গফুটের ছাদের জন্য খরচ হবে ২৫ হাজার টাকা। ৫০০ বর্গফুটের ছাদের জন্য ১০টি ফল, ৫টি ঔষধি, ৫টি সবজি ও ৯টি শোভাবর্ধক গাছ নিয়ে হবে ছাদবাগান প্যাকেজ–৩। ৫৫০ বর্গফুটের ছাদের জন্য ১০টি ফল, ৫টি ঔষধি, ১০টি সবজি ও ১০টি শোভাবর্ধক গাছ নিয়ে হবে ‘শখের ছাদবাগান’ প্যাকেজ। থাকবে ২টি হাফ ড্রাম, ১০ থেকে ১৬ ইঞ্চি টব বা ট্রে ও রেডিমেড মাটি। খরচ হবে ৫০ হাজার টাকা। প্রতি প্যাকেজেই থাকছে ফ্রি ডেলিভারি, ফ্রি ইনস্টলেশন ও প্রথম মাসে দুবার ফ্রি রক্ষণাবেক্ষণ সুবিধা। প্যাকেজে বাগান গড়ে দেওয়ার পাশাপাশি রক্ষণাবেক্ষণের জন্য চাইলে মালিসেবাও পাবেন।

যোগাযোগ: গুলশান তেজগাঁও লিংক রোড (আড়ংয়ের বিপরীতে), ঢাকা। ফেসবুক: BRAC Nursery, ফোন: ০১৭১৩০৬২৮২০