বৃষ্টির দিনে কি বারান্দার গাছে পানি দেওয়ার প্রয়োজন আছে?

এই মেঘলা মৌসুমে যখন-তখন বৃষ্টির কারণে বারান্দার গাছগুলো স্বাভাবিকভাবেই পানি পাচ্ছে। সে ক্ষেত্রে গাছগুলোয় আবারও পানি দেওয়ার প্রয়োজন আছে কি? অতিরিক্ত পানি পেয়ে গাছগুলো মরে যাবে না তো? বর্ষাকালে বারান্দার গাছগুলো সুন্দর ও সতেজ রাখা নিয়ে রয়েছে এমন নানা প্রশ্ন। সেগুলোর উত্তর দিয়েছেন ব্র্যাক নার্সারির অ্যাসোসিয়েট কর্মকর্তা সোহানুর রহমান।

বৃষ্টি হলে গাছে পানি দেওয়ার প্রয়োজন নেই
ছবি : প্রথম আলো
  • বৃষ্টি হলেও কি গাছে পানি দিতে হবে?

যেদিন বৃষ্টি হয়েছে, সেদিন বারান্দার গাছে পানি দেওয়ার প্রয়োজন নেই। বৃষ্টির পানিতে টবের মাটি ভেজা থাকলে আর অতিরিক্ত পানি দেওয়া উচিত নয়।

বারান্দায় এমন বাগান মনে প্রশান্তি এনে দেবে।
  • খুব বেশি বৃষ্টি হলে কি বারান্দার গাছ ঘরের ভেতর নিয়ে আসা উচিত?

হ্যাঁ, অনবরত বৃষ্টি হলে বারান্দার গাছ ঘরের ভেতরে এনে রাখলে ভালো হয়। তবে তা সম্ভব না হলে বৃষ্টির পর গাছের টবে জমে থাকা অতিরিক্ত পানি ফেলে দিতে হবে। না হলে গাছের শিকড় পচতে শুরু করবে এবং গাছ মরে যাবে।

বর্ষাকালে বারান্দার গাছে অতিরিক্ত সার দেওয়ার দরকার নেই
  • বর্ষায় বারান্দার গাছে অতিরিক্ত সার বা কীটনাশক দেওয়ার প্রয়োজন আছে কি?

না, বর্ষাকালে বারান্দার গাছের অতিরিক্ত কোনো সার দেওয়ার তেমন দরকার নেই। তবে মাঝেমধ্যে প্রয়োজন বুঝে মাটিতে সাধারণ প্রাকৃতিক কিংবা রাসায়নিক সার দিতে হবে। আর শুধু বর্ষায় নয়, যেকোনো মৌসুমেই যদি গাছে ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব দেখা দেয়, তাহলে কীটনাশক ব্যবহার করা যাবে

একটা পরিচ্ছন্ন বারান্দা মন ভালো রাখতে সাহায্য করে
  • অতিবৃষ্টিতে টবের মাটি নরম হয়ে নিচে নেমে গেলে কি নতুন মাটি কিংবা পাথর দিতে হবে?

গাছে ফুল, ফল কিংবা নতুন পাতা ধরা বন্ধ হয়ে গিয়েছে, অথবা পাতায় দেখা দিয়েছে বাদামি ছোপ—অনেক সময় মাটির গুণাগুণ নষ্ট হয়ে গেলে এমনটি ঘটে। সে ক্ষেত্রে গাছের মাটি বদলে দিতে হবে। এ ছাড়া নতুন মাটির প্রয়োজন নেই। গাছের মাটির ওপর পাথর থাকলে মাটি ভেজা নাকি শুকনা, বোঝা যায় না। তাই গাছের টবে পাথর দেখতে সুন্দর লাগলেও তা গাছের জন্য ভালো নয়।

ক্যাকটাস বাঁচে অনেক দিন।
  • বর্ষায় ক্যাকটাসজাতীয় গাছের যত্ন কীভাবে করতে হবে? কোথায় রাখতে হবে?

ক্যাকটাসজাতীয় গাছ সাধারণত ইনডোর বা ঘরের ভেতর, অর্থাৎ ছায়ায় রাখার মতো গাছ। খুব অল্প পানি দিয়ে এ ধরনের গাছ দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। আর বেশি পানিতে এ গাছ পচতে শুরু করে। তাই বর্ষাকালে ক্যকটাসজাতীয় গাছ বারান্দায় না রেখে ঘরের ভেতর রাখা ভালো।