সিনেমার জন্য হোক, বিশালত্ব, ঐশ্বর্য অথবা দুঃখজনক ইতিহাস—যে কারণেই হোক, টাইটানিক কম–বেশি সবারই পরিচিত নাম। তবে এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে যাত্রা শুরু করেছে টাইটানিকের চেয়েও পাঁচ গুণ বড় ‘আইকন অব দ্য সিজ’, বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরি। বিশাল সমুদ্রের বুকে রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের এই প্রমোদতরি যেন আলাদা এক শহর। বিবিধ বিনোদনের সঙ্গে এতে আছে চোখধাঁধানো সব বিলাসিতার ছোঁয়া। বিশাল এই প্রমোদতরিতে আর কী আছে, ছবি দেখতে দেখতে চলুন জেনে নেওয়া যাক।