টাইটানিকের চেয়েও পাঁচ গুণ বড়, পার্ক, গলফ কোর্ট ছাড়াও আর কী আছে এই জাহাজে, দেখুন ছবিতে

সিনেমার জন্য হোক, বিশালত্ব, ঐশ্বর্য অথবা দুঃখজনক ইতিহাস—যে কারণেই হোক, টাইটানিক কম–বেশি সবারই পরিচিত নাম। তবে এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে যাত্রা শুরু করেছে টাইটানিকের চেয়েও পাঁচ গুণ বড় ‘আইকন অব দ্য সিজ’, বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরি। বিশাল সমুদ্রের বুকে রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের এই প্রমোদতরি যেন আলাদা এক শহর। বিবিধ বিনোদনের সঙ্গে এতে আছে চোখধাঁধানো সব বিলাসিতার ছোঁয়া। বিশাল এই প্রমোদতরিতে আর কী আছে, ছবি দেখতে দেখতে চলুন জেনে নেওয়া যাক।

৩৬৫ মিটার (১ হাজার ১৯৭ ফুট) দীর্ঘ ‘আইকন অব দ্য সিজ’–এর ওজন ২ লাখ ৫০ হাজার ৮০০ টন। এই প্রমোদতরিতে রয়েছে ২০টি ডেক, ৭টি সুইমিং পুল, ৬টি ওয়াটার স্লাইডসহ অনেক কিছু
ছবি: সংগৃহীত
সবচেয়ে ওপরের ডেকে আছে ৪০টির বেশি বার, রেস্তোরাঁ, লাউঞ্জ এবং বিনোদনের জায়গা। ৭ হাজার ৬০০ যাত্রী থাকতে পারবেন এই জাহাজে। ২ হাজার ৩৫০ জন কর্মীর জন্য রয়েছে আলাদা থাকার ব্যবস্থা
সামনের দিকে আছে ৮২ ফুট লম্বা ইস্পাত এবং কাচের অ্যাকোয়াডোম। সেখানে দেখা যাবে জলপ্রপাত। আরও আছে পাঁচটি উঁচু ডেক ও খোলা সেন্ট্রাল পার্ক। তাতে আছে এক সাঁতারুর ভাস্কর্য এবং প্রচুর গাছপালা
আছে বেশ কয়েকটি সুইমিংপুল!
সব মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষ বহনে সক্ষম এই প্রমোদতরি। সবচেয়ে বড় ওয়াটার পার্কটাও রয়েছে এই জাহাজে
পরিবারের সঙ্গে আনন্দদায়ক সময় কাটাতে জাহাজটিতে মিনি-গলফ খেলার ব্যবস্থা রয়েছে
বিচ ক্লাবের সুখানুভূতি দিতে এই জাহাজে আছে মনভোলানো বার। বিশাল সুইমিং পুল। রয়েছে রেস্তোরাঁ, মিলনায়তন, সিনেমা হলসহ আরও কত কী!
আছে ৪০টির বেশি ক্যাফে, রেস্তোরাঁ, পার্লার। প্রমোদতরির ভেতরে-বাইরে মিলিয়ে ১৪০০ সমুদ্রমুখী আসনের ব্যবস্থা রাখা হয়েছে
এই বিশাল প্রমোদতরির অ্যাকোয়াডোম মার্কেটে রয়েছে পাঁচটি ফুড স্ট্যান্ডসহ একটি স্ব–সেবা খাবারের ব্যবস্থা। সেখানে পরিবেশন করা হয় সকাল, দুপুর ও রাতের খাবার। ইতালিয়ান পিৎজা, পাস্তা, সালাদের জন্য বিশ্বখ্যাত খাবারের ব্র্যান্ড সরেন্টোসের শাখাও রয়েছে।
বিশ্বের বৃহত্তম এই প্রমোদতরিতে আছে ২ হাজার ৮০৫টি থাকার কক্ষ।