মহামারিকালে ঘরবন্দী সময়ে বারান্দাবাগান, ছাদবাগানে মনোযোগী হয়েছিল মানুষ। আর এখন সেটা রীতিমতো জীবনযাপনের অংশ হয়ে উঠেছে। এমনকি ‘কাস্টমাইজড’ হয়ে বাড়ির অন্দরেও ঢুকে পড়েছে ছাদবাগান। ঘর বা অফিসের ভেতরে অরণ্যের ছোঁয়া যেমন বাড়ায় নান্দনিকতা, তেমনি শারীরিক আর মানসিকভাবেও আপনাকে রাখে উজ্জীবিত। ২০২৪ সালে দাঁড়িয়ে অন্দরে অরণ্যসজ্জা তো ট্রেন্ডের একেবারে ওপরের দিকে আছে। ছবিগুলো দেখতে দেখতে জেনে নিন, আপনার ঘর আর আশপাশে কেন সবুজকে আমন্ত্রণ জানাবেন।
সূত্র: ফেমিনা ও গুড হাউসকিপিং