অন্দরেও ঢুকুক অরণ্য

মহামারিকালে ঘরবন্দী সময়ে বারান্দাবাগান, ছাদবাগানে মনোযোগী হয়েছিল মানুষ। আর এখন সেটা রীতিমতো জীবনযাপনের অংশ হয়ে উঠেছে। এমনকি ‘কাস্টমাইজড’ হয়ে বাড়ির অন্দরেও ঢুকে পড়েছে ছাদবাগান। ঘর বা অফিসের ভেতরে অরণ্যের ছোঁয়া যেমন বাড়ায় নান্দনিকতা, তেমনি শারীরিক আর মানসিকভাবেও আপনাকে রাখে উজ্জীবিত। ২০২৪ সালে দাঁড়িয়ে অন্দরে অরণ্যসজ্জা তো ট্রেন্ডের একেবারে ওপরের দিকে আছে। ছবিগুলো দেখতে দেখতে জেনে নিন, আপনার ঘর আর আশপাশে কেন সবুজকে আমন্ত্রণ জানাবেন।

ইটপাথর, মানুষের ক্লান্ত মুখ, কালো ধোঁয়া, যানজট আর কংক্রিটের জঙ্গল দেখতে দেখতে ঢাকার মানুষ ক্লান্ত। এ পরিস্থিতে একটু স্বস্তি দেয় ঘরের অন্দরে রাখা মানিপ্ল্যান্টের কলাপাতা রঙের সদ্য গজানো পাতা বা অন্দরেই টবে লাগানো হাসনাহেনার সুবাস
ছবি: ফেসবুক
ল্যাপটপের পর্দা থেকে চোখ সরিয়ে সবুজের দিকে তাকান। কয়েক সেকেন্ডের এই বিরতি মনের অন্দরকে করে তুলবে সতেজ
ফেনাক্স নাকি ক্যাকটাস? মানিপ্ল্যান্ট, ড্রেসিনা নাকি চায়নিজ বটের বনসাই? পড়ার টেবিলে কিংবা অফিসের ডেস্কে যদি এমন ছোট্ট একটা গাছ আপনার মনকে সতেজ রাখে, মন্দ কি?
রাখতে পারেন পাতাবাহার, মানিপ্ল্যান্ট, অ্যালোভেরা, পাম ট্রি, ক্যাকটাস, স্পাইডার প্ল্যান্টস, মনেস্টেরা, মেরিন্ডা, সিলভার কুইন, অ্যানথুরিয়াম, আইভিলতা, রাবার, অর্কিড বা বিভিন্ন বনসাই। ঘরের ভেতরের বাতাসের মান ভালো রাখবে এই একটুখানি সবুজ। কেননা গাছ হচ্ছে প্রাকৃতিক বাতাস শোধনকারী
আয়নার পাশে এভাবে একটা কচুজাতীয় গাছও রাখতে পারেন। হতে পারে সেটা পাতাবাহারও
গাছে রয়েছে স্বল্পমাত্রার কর্টিসোল নামের স্ট্রেস হরমোন, যা মানুষের মস্তিষ্ককে শান্ত করে আরামদায়ক অনুভূতি জাগায়
আয়নার পাশে দেয়াল থেকে এভাবে কিছু গাছ ঝুলিয়েও রাখতে পারেন
গাছ মন ভালো রাখার পাশাপাশি কর্মক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তি প্রখর করতেও সাহায্য করে
বড় বাথরুম হলে সেখানেও রাখতে পারেন এ রকম বড় একটা গাছ। আর বেসিনে বা ঘুলগুলির জানলায় তো রাখতেই পারেন গাছ। বোতলে ঘরের কোনার মতো বাথরুমের কোনায়ও ফেলে রাখতে পারেন কিছু সবুজ
নান্দনিক পাত্রের বদলে পুরোনো বইয়ের ওপরেও রাখতে পারেন গাছের টব বা জার। সঙ্গে রাখতে পারেন কিছু অ্যান্টিক স্যুভেনির। বেশ একটা ভিনটেজ অনুভূতি দেবে
এভাবে কাচের বোতলে বা জারের ভেতরেও জন্মায় মস, শৈবালজাতীয় গাছ। এটাকে বলে টেরারেরিয়াম। এরকম একটি টেরারেরিয়াম আপনি ড্রয়িংরুমে বা খাবার টেবিলে রাখতেই পারেন!
ডাইনিং টেবিলে, রান্নাঘরে রাখতে পারেন বাগান থেকে তুলে আনা ফুল, লতা-পাতা
আলো-ছায়া মিলিয়ে তৈরি করবে মনোরম একটি পরিবেশ
ঘরে ছবি তোলা নিয়েও আর চিন্তা নেই। ফ্রেমে কিছুটা সবুজ ঢুকলে সহজেই ছবিটাকে আলাদা করা যায়
জানলার কার্নিশেও এভাবে রাখতে পারেন গাছের টব বা জার


সূত্র: ফেমিনা ও গুড হাউসকিপিং