বই রাখতে পারেন শোবার ঘরেও
বই রাখতে পারেন শোবার ঘরেও

অন্দর

বই রাখব কই

বই রাখার জন্য আলাদা একটি ঘর অনেকের জন্যই বিলাসিতার শামিল। শোবার ঘরেই নাহয় বইয়ের জায়গা হোক। এ ঘরের এক কোণে বই রাখা ও পড়ার একটি ছোট জায়গা করে নেওয়াই যায়। একইভাবে বসার ঘরেও (লিভিং রুম) বই রাখা এবং পড়ার জায়গা করে নেওয়া যায়। রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন-এর প্রধান ও অন্দরসজ্জাবিদ গুলশান নাসরীন চৌধুরী জানালেন, চেয়ার-টেবিলের বাইরে মেঝেতে শতরঞ্জি কিংবা ম্যাট্রেস বিছিয়ে বই পড়ার আয়োজন হতে পারে। সেখানে ছড়ানো থাকতে পারে কুশন, এক পাশে কিছু বই। গদিওয়ালা সোফা কিংবা দেয়ালঘেঁষা ডিভানেও আয়েশি ভঙ্গিতে বই পড়া যেতে পারে। বারান্দা না রেখে ঘরেই যদি গ্রিল দেওয়া থাকে (বারান্দাটাই যেখানে ঘর), সেখানেও খোলামেলা, প্রাণবন্ত পরিবেশেও মেঝেতে কিছু বিছিয়ে বই পড়া যায়।

দেয়ালে বইয়ের ঠিকানা

দেয়ালে বইয়ের তাকের নকশায় থাকতে পারে ভিন্নতা

দেয়ালেই হতে পারে বইয়ের তাক। দেয়ালজুড়ে টানা তাক দিয়ে হতে পারে বই রাখার ব্যবস্থা। তাকের আকার-আকৃতিতেও দেওয়া যেতে পারে সৃজনশীলতার পরিচয়। তাক হতে পারে চক্রাকার, বর্গাকার কিংবা ষড়ভুজাকার। দেওয়া যেতে পারে ফুল, পাতা, গাছের আকৃতি; আবার কোনো অক্ষরের আকৃতিতেও হতে পারে তাক। একটা গাছের বিভিন্ন পাতায় বইগুলো সাজানো, এমনটাও হতে পারে বইয়ের তাকের থিম। আলাদা আলাদা বর্গাকার ফ্রেমও হতে পারে বইয়ের তাক। মেঝে থেকে প্রথম ৫ ফুট বাদ দিয়ে শুরু হোক বইয়ের তাক, পৌঁছতে পারে ছাদ পর্যন্ত। দেয়ালে থাকতে পারে পেইন্টিং, আরও থাকতে পারে ডিজিটাল মাধ্যমে বই পড়ার বড় স্ক্রিন (টেলিভিশন স্ক্রিন)।

আলো ও শব্দ

পুরো ঘরটাই আলোকিত করতে পারেন, আবার চাইলে ঘরের যে জায়গায় বসে বই পড়া হবে, সেখানে লাগিয়ে নিতে পারেন উজ্জ্বল স্পটলাইট। প্রয়োজনে ঘরের বাকি সব বাতি নিভিয়ে কেবল এটিই জ্বালাতে পারেন, পড়ার জায়গা ছাড়া বাকিটা থাকল আলোছায়া। ঝোলানো আলোর উৎস প্রয়োজনমাফিক টেনে নামিয়ে বা ঠেলে উঠিয়ে নেওয়া যাবে, এ রকমও হতে পারে। কতটুকু অংশে আলো ফেলতে চান, বাতি কেনার সময়ই ঠিক করে নিন। সাউন্ড সিস্টেমের সাহায্যে পছন্দের অডিও ক্লিপ শোনার ব্যবস্থাও থাকতে পারে।

প্রশান্তির সন্ধানে

মেঝেতেও হতে পারে বই পড়ার আয়োজন

বেঙ্গল বই-এর জ্যেষ্ঠ নির্বাহী আলিফা তাবাসসুম জানালেন, যেখানে বই পড়া হবে, সেখানকার দৃশ্যপট হোক সুন্দর। আলো-হাওয়া আসে, এমন জায়গা বেছে নেওয়াই ভালো। কাছেই সাজানো থাকুক সব বই, বিষয়ভিত্তিক ভাগ করে সাজানো থাকলে ভালো হয়। কিছু গাছও থাকুক সেই ঘরে।