চারদিকে এখন নানা ফুলের সমারোহ। হবেই না কেন? প্রকৃতিতে এখন চলছে বসন্তকাল। জানা–অজানা নানা ফুলে উচ্ছল চারদিক। এ সময়ে ঘরের কোণে ফুলের উপস্থিতিতেই আসতে পারে স্নিগ্ধতা।
অনেকেই এ সময়ে ঘর সাজাতে ফুলের ব্যবহার করে থাকেন। ফ্যাশন ডিজাইনার শৈবাল সাহা তেমনই একজন। তাঁর মতে, যান্ত্রিক যুগে ফুলের এ ধরনের পরিবেশনা মনটাকে সতেজ করে। তবে এই ফুল যে শুধু ফুলদানিতে রাখতে হবে, তা নয়। শখ করে কেনা ফুলের গুচ্ছ থেকে দু-একটি ফুল ছোট হয়ে ভেঙে যেতেই পারে। সেসব পাপড়িই একটি মাটির পাত্রে পানি দিয়ে ছড়িয়ে দিতে পারেন।
ঘর সাজাতে ফুল রাখার এ পাত্র তেমন দামি বা জমকালো হওয়ারও প্রয়োজন নেই। মাটির তৈরি কালো চাড়ির আকারের পাত্র হলেই চলবে। এ পদ্ধতিতে ফুল পরিবেশন করাটা অনেকটাই সহজ। আর এ ধরনের পাত্রে ফুল রাখলে যোগ হয় আলাদা সৌন্দর্য।
এভাবে পাত্রে ফুল সাজাতে চাইলে পাত্রের আকার ও আকৃতির ওপর নির্ভর করে পানি দিতে হবে। বড় পাত্রে অল্প পানি বা ছোট পাত্রে বেশি পানি দিলে হবে না। অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিন চৌধুরী জানান, পাত্রের আকারের তিন ভাগের এক ভাগ পানি দিতে হবে। এর ওপর পাপড়ি ছিটালে সেটা যেকোনো জায়গা থেকেই দেখা যাবে। দূরে দাঁড়িয়ে থাকলেও যেমন দেখা যাবে, আবার বসে থাকলেও সেটা দেখা যাবে। পানি অবশ্যই প্রতিদিন বদলে দিতে হবে।
ঘরের কোন জায়গায় এই ফুলের পাত্র রাখবেন, নির্ভর করবে ঘরের অন্যান্য আসবাব ও অন্দরসাজের ওপর। পাত্রে ভাসমান মোমবাতি দিলে এক কোনায় রাখা যেতে পারে। এর ওপর যদি স্পটলাইটের আলো পড়ে, তাহলে তো কথাই নেই। তবে কোনার কোনো জায়গায় রাখতে না পারলেও সমস্যা নেই। সেন্টার টেবিলেও রাখতে পারেন। এ ক্ষেত্রে পাত্রের আকার একটু ছোট হলে এবং পাত্রটি কাঁসার হলে ভালো হবে।