‘সিটাডেল: হানি বানি’ সিরিজে অভিনয় করে আলোচনায় আছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আরেক দিকে চলছে সামান্থার প্রাক্তন জীবনসঙ্গী নাগা চৈতন্যর বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা। নাগার সঙ্গে বিচ্ছেদের পর একটি বাড়ি কেনেন সামান্থা। হায়দরাবাদের সেই বাড়ির অনন্দরসজ্জার একটা বড় অংশ নিজেই করেছেন সামান্থা। ছবিতে দেখে নেওয়া যাক সেই বাড়ির অন্দর।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া