নিজের বাগানের ফুলে ঘর সাজিয়েছেন কখনো?

নিজের বাগানের ফুলে সাজুক ঘর
ছবি : নকশা

বাসার ছাদে কিংবা বারান্দায় এখন অনেকেই বাগান করে থাকেন। ফলের গাছের পাশাপাশি সেই বাগানে নানা রকম ফুলের গাছও থাকে। ঘর সাজানোর ফুলগুলো সাধারণত দোকান থেকেই কেনা হয়। কিন্তু নিজের বারান্দার বাগান বা ছাদবাগানে ফোটা ফুলেই যদি সেজে ওঠে অন্দর!

কাচের বয়ামে নয়নতারা
ছবি : নকশা

সব সময়ই ফুল দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন তানজিলা আহমেদ। তিনি বলেন, ‘আসলে বাইরে থেকে ফুল কেনার বাজেট তো সব সময় থাকে না, তাই বারান্দা থেকে ফুল এনেই মাঝেমধ্যে সাজিয়ে তুলি ঘর।’ তাঁর বাসার বারান্দায় রয়েছে বিশাল একটি বাগানবিলাসের গাছ। মাঝেমধ্যে সেখান থেকে ফুল নিয়েই ঘর সাজান। খুব বেশি কিছু নয়, কখনো প্লেটে ছড়িয়ে দেন ফুলের পাপড়ি আবার কখনো খোলা জারে পানি দিয়ে তার ভেতরে ভাসিয়ে দেন ফুল।

বিনু খাতুনও ঘর সাজাতে ভালোবাসেন। বর্ষা বা শরৎ, যেকোনো ঋতুতেই মৌসুমি ফুলে সেজে ওঠে তাঁর ঘর। প্রতিবছর এই সময়ে পথের ধারে ছড়িয়ে থাকা শিউলি ফুল স্থান পায় তাঁর ঘরের কোণে।

ইসরাত জাহান একজন ডিজাইনার। ঘর সাজানোতেও বেশ পটু। দামি জিনিসে নয়, বরং চারপাশে ছড়িয়ে থাকা জিনিস দিয়েই ঘর সাজান তিনি। গাছে ফুটে থাকা জবা, আবার কখনো অলকানন্দা—এমন সব ফুল বাঁশের ছোট ছোট ঝুড়িতে রেখে ঝুলিয়ে দেন।

গাছে ফুটে থাকা জবা ফুল ঝুরিতেও রাখা যায়।

শুধু ঘর সাজানোর সময়ই নয়, অনেক সময় অতিথি আপ্যায়নের ট্রেতে, খাবার পরিবেশনের সময় বারান্দা থেকে ফুল এনে সাজিয়ে দিতে পারেন। এ ক্ষেত্রে ট্রের এক কোণে একটি বাটিতেও ফুল ছড়িয়ে দিতে পারেন।

ফুল দিয়ে ঘর সাজানোর সময় কিছু বিষয় খেয়াল রাখা খুব জরুরি। এই যেমন ফুল সাজানোর জন্য বেছে নিন হালকা কাজের ছিমছাম পাত্র। পাত্রটি স্বচ্ছ কাচের হলে বেশি ভালো। একসঙ্গে অনেক ফুল না রেখে অল্প কিছু ফুল বা পাপড়ি রাখতে পারেন। সঙ্গে সবুজ পাতাও থাকতে পারে। যেখানে ফুল সাজাবেন, সেখানে শোপিস বা অন্যান্য অনুষঙ্গ না রাখাই ভালো।

ফুল সাজানোর জন্য একটি ছোট বাঁশের ট্রে ব্যবহার করতে পারেন।

শখের বাগান থেকে আনা ফুল দিয়ে ঘর সাজানোর সময় কিছু বৈচিত্র্যও যোগ করতে পারেন। এই যেমন ফুল সাজানোর জন্য একটি ছোট বাঁশের ট্রে ব্যবহার করতে পারেন। এবার বাসায় ব্যবহৃত হয় না, এমন কাচের বয়াম খুঁজে নিন। বয়াম না থাকলে কাচের গ্লাস ব্যবহার করুন। লেবু কেটে গোল গোল টুকরা করে নিন। চিকন পাটের দড়ি দিয়ে লেবুর টুকরাগুলো গ্লাস বা বয়ামের সঙ্গে পেঁচিয়ে বেঁধে নিন।

শখের বাগান থেকে তুলে আনা ফুলে প্রতিদিনই সাজিয়ে তুলতে পারেন আপনার ঘর।

এবার ভেতরে পানি দিয়ে বাগান থেকে আপনার পছন্দমতো তুলে আনা ফুলে পাত্রটি সাজিয়ে তুলুন। এখন ঘরের পছন্দসই কোণে রেখে দিন। এ ছাড়া ছোট ছোট কাঁসা বা মাটির প্লেটে পানি দিয়ে সেখানে রাখতে পারেন ছোট ছোট ফুল। এমনই নানাভাবে শখের বাগান থেকে তুলে আনা ফুলে প্রতিদিনই সাজিয়ে তুলতে পারেন আপনার ঘর।