ছবিতে অনন্ত-রাধিকার বিয়ের জমকালো অন্দর

এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট পুত্রের বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে ভারতের গুজরাটের জামনগর থেকে। তিন দিনের এই প্রি-ওয়েডিং ফেস্টিভ্যালের দাওয়াতের কার্ড থেকে শুরু করে সুবিশাল হলরুম, বলরুমসহ অন্দরসজ্জা করেছেন ভারতের নামকরা ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা। জঙ্গল, ফুল, পাখি, লতা-পাতা আর পৌরাণিক থিমে নান্দনিকভাবে সেজে উঠেছে অন্দর। বিভিন্ন শিল্পী যুক্ত হয়েছেন অন্দরসজ্জার কাজে। একনজরে দেখে নেওয়া যাক সেগুলো।

এটি প্রি-ওয়েডিং ফেস্টিভ্যালের দাওয়াত কার্ড। মিনিমালিস্টিক এই কার্ডে উঠে এসেছে জামনগরের প্রাকৃতিক সৌন্দর্য
ছবি: ইনস্টাগ্রাম থেকে
জঙ্গল থিমে রং করা হয়েছে দেয়াল
পৌরাণিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ হনুমান। সেটিই দেখা যাচ্ছে এই দেয়ালে
হাতির শুঁড় থেকে অনুপ্রাণিত দরজার হাতল
দেয়ালে থ্রি-ডি মোটিফেও ছিল পাখি, ফুল, পাতার সমাবেশ
দেয়ালে শোভা পাচ্ছে ভারতের জাতীয় পাখি ময়ূর
অন্দরসজ্জায় ব্যবহৃত হয়েছে অসংখ্য টাটকা ফুল
যেন রূপকথার রাজকন্যার বিয়ের অন্দর
ছিল ছোট-বড় বেশ কিছু ঝাড়বাতি
মনীশ মালহোত্রার নেতৃত্বে ভারতের বিভিন্ন অঞ্চলের শিল্পী আর প্রতিষ্ঠান যুক্ত হয়েছে অন্দরসজ্জার কাজে
ছিল সবুজ গাছপালা। ওপর থেকেও ঝুলিয়ে দেওয়া হয়েছে গাছ
কত যে ফুল ব্যবহার করা হয়েছে সজ্জায়, হিসাব নেই
তিনদিনের আয়োজনের দ্বিতীয় দিন অর্থাৎ আজ ইভাঙ্কা ট্রাম্প ও নীতা আম্বানি
চোখধাঁধানো অন্দরসজ্জাকে ব্যকগ্রাউন্ড বানিয়ে ছবি তুলতে ভোলেননি আলিয়া ভাটও