ছোট বাথরুমকে বড় দেখানোর ৫ উপায়

মাঝারি আকারের বিলাসবহুল একটা বাথরুম সাধারণত ১০ ফুট বাই ১৫ ফুট হয়। বর্তমানে বাথরুম তৈরির সবচেয়ে বড় সংকট জায়গা। শোবার ঘর, বারান্দা, ড্রয়িং, ডাইনিংয়ের চাহিদা মিটিয়ে বাথরুমের জন্য জায়গা থাকে সামান্যই। তাই ছোট বাথরুমকে বড় দেখানোর চ্যালেঞ্জের মুখে কমবেশি অনেকেই পড়েন। তরুণ স্থপতি সাইফুর রহমানের পরামর্শ অনুসারে একনজরে দেখে নেওয়া যাক, কীভাবে আপনি বাথরুমের ছোট জায়গাকে বড় দেখাবেন—

হালকা রঙের টাইলস নির্বাচন করুন
ছবি: কবির হোসেন

১.

হালকা রঙের টাইলস নির্বাচন করুন। একই আকারের দুটি ভিন্ন রঙের বস্তু পাশাপাশি রাখলে যেটার রং হালকা, সেটি বড় দেখায়। তাই সাদা, সাদার শেড বা যেকোনো রঙের হালকা শেডটা বেছে নিন।

 ২.

টাইলসের আকার বড় রাখুন। টাইলসের আকার যত বড় রাখবেন, বাথরুম ততই বড় দেখাবে। জোড়াহীন টাইলস ব্যবহার করতে পারেন। এসব টাইলসের নকশায় ধারাবাহিকতা থাকে, পুরো বাথরুমকে মনে হয় একটা টাইলসে ঢাকা। ফলে জায়গাটাকে দেখায় বড়।

সাদার চেয়ে হালকা রঙ আর হয় না। তবে সাদা রঙ পরিষ্কার রাখাটাও একটা চ্যালেঞ্জ বটে!

৩.

একই টাইলসে পুরো বাথরুম ভরে ফেলার আইডিয়াটা অনেকের কাছেই মনে হতে পারে একঘেয়ে। তবে সত্যিটা হলো, বাথরুমের আর সব উপাদানের কারণে সেটাকে একঘেয়ে লাগে না। তারপরও যদি ভাগ করতেই চান, সিলিং আর দেয়ালে একই শেডের দুই ধরনের কাছাকাছি নকশার টাইলস ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, যতই ‘বিপরীত ভাব’ থাকবে, ততই জায়গাটা ছোট দেখাবে।

সিলিং আর দেয়ালে একই শেডের দুই ধরনের কাছাকাছি নকশার টাইলস ব্যবহার করতে পারেন

৪.

বাথরুমের ফিটিংসগুলো সব এক রঙের থাকলে ভালো দেখাবে। আর সেটা যদি টাইলসের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে হয়, তাহলে সবচেয়ে ভালো। উদাহরণস্বরূপ বলা যায়, আপনার পুরো বাথরুম সাদা রঙের হলে ফিটিংসগুলো কালো রঙে করতে পারেন। বাথরুম হালকা গোলাপি বা প্রবাল রঙের হলে ফিটিংসে আনতে পারেন সোনালির ছোঁয়া বা টাইলসে যেকোনো রঙের হালকা শেড আর ফিটিংসে কাছাকাছি একটু গাঢ় শেড ব্যবহার করতে পারেন।

 ৫.

বাথরুমে প্রবেশের দরজার ওপরের জায়গায় যদি ক্যাবিনেট বানিয়ে ফেলেন, সেটা আলাদা করে কম চোখে পড়বে। বাথরুমে যত কম জিনিস থাকবে, ততই ছিমছাম দেখাবে। জায়গাটা বড় দেখাবে।

লেখাটি প্রথম আলোর বিশেষ ম্যাগাজিন বর্ণিল বসত মে ২০২৪–এ প্রকাশিত