গ্রামবাংলার বিভিন্ন গল্প, মিথ, প্রচলিত কাহিনি ফুটিয়ে তোলা হয় রিকশাচিত্রে। সানগ্লাস, হেলমেট, মুঠোফোন কভার, চেয়ার, টেবিল, কেটলি, চায়ের কাপ, কেডস কোথায় নেই এই রিকশাচিত্রের ব্যবহার। বাদ যাচ্ছে না ঘরের দেয়ালও। হঠাৎ করেই আজ কেন এত রিকশাচিত্রের গুণগাণ হচ্ছে। গতকাল বুধবার ইউনেসকোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের আন্তসরকারি কমিটির ১৮তম অধিবেশনে রিকশা ও রিকশাচিত্রকে বৈশ্বিক বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেওয়া হয়।