সমুদ্রের পাড়ে আসন্ন ঝড়ের সংকেত দেয় টুকটুকে লাল পতাকা। লাল কালিতে আঁকা থাকে পথ চলার নির্দেশনা। লালবাতি জ্বালিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে যায় মুমূর্ষু রোগী। লাল রং কেমন যেন এক অস্থির কিংবা মাঝেমধ্যে আতঙ্কের অনুভূতি সৃষ্টি করে। প্রতিটি রঙেরই এমন আলাদা আলাদা বীপ্সা এবং অর্থ রয়েছে। ভিন্ন ভিন্ন রং ভিন্ন ভিন্ন অনুভূতি সৃষ্টি ও প্রকাশ করে। ‘রঙের এই অদৃশ্য জাদুশক্তি কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনে যা চাই, তা অর্জন করতে পারি—দাবি করেন সৃজনশীলতা প্রশিক্ষক, ট্যারোট রিডার এবং ‘রেইনবো পাওয়ার: ম্যানিফেস্ট ইয়োর ড্রিম লাইফ থ্রু দ্য ক্রিয়েটিভ ম্যাজিক অব কালার’ বইয়ের লেখক, জেরিকো ম্যান্ডিবার। কিন্তু সেটি কীভাবে? আসুন জেনে নেওয়া যাক সেই রহস্য।
‘দেহচক্র বা আমাদের শরীরের মূল সাতটি শক্তিবিন্দুর সঙ্গেও রয়েছে রঙের সম্পর্ক। মনের আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবে আনতে একধরনের অদৃশ্য বলয় তৈরি করতে পারে রং। তাই সঠিকভাবে রঙের ব্যবহার করতে পারলে জীবনে পরিবর্তন আনা সম্ভব,’ বলেন ম্যান্ডিবার। মানুষভেদে একেক রঙের অর্থ একেক রকম হতে পারে। তবে পৃথিবীজুড়ে পরিচিত রংগুলোর কিছু সর্বজনীন অর্থ রয়েছে। যেমন—
কালো: রহস্য, সম্ভাবনা, অজানা, সুরক্ষা
সাদা: পরিচ্ছন্নতা, বিশুদ্ধতা, পাপহীন
ধূসর: কূটনীতি, ভারসাম্য
লাল: শক্তি, উত্তেজনা, আত্মবিশ্বাস
কমলা: উদ্বেগ, শক্তি, সৃজনশীলতা, আনন্দ
হলুদ: আশাবাদ, সুখ
সবুজ: প্রকৃতি, প্রাচুর্য, প্রশান্তি
নীল: অন্তর্দৃষ্টি, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা
বেগুনি: মানসিক ক্ষমতা, ভবিষ্যদ্বাণী
গোলাপী: স্ব-প্রেম, রোমান্স
ব্রাউন: পটভূমি, সম্পদ, প্রাণী
হলুদ যে সবার কাছেই সুখ কিংবা আশাবাদের রং হবে এমন না–ও হতে পারে। ‘অভিজ্ঞতার সঙ্গেও রঙের অর্থ তৈরি হয়’ বলেন, ম্যান্ডিবার। তিনি ব্যাখ্যা করেন, ‘হলুদ রঙের সঙ্গে দুঃসহ কোনো ঘটনার স্মৃতিজড়িত কোনো ব্যক্তির কাছে হলুদ কখনোই সুখের রং হয়ে উঠবে না। তাই রংগুলোর সর্বজনীন অর্থের ধার না ধেরে রং নিয়ে নিজের অনুভূতি ও ব্যক্তিগত অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া জরুরি। তাহলেই রঙের আসল জাদু বোঝা সম্ভব।’
যা করতে পারেন
নিজের চারপাশে থাকা রংগুলোকে খেয়াল করুন, প্রয়োজনমতো বদলে ফেলুন। আপনার ঘরের দেয়ালগুলোর সাদা রং। কিন্তু কেন? নিজেকে কখনো এই প্রশ্ন করা হয়েছে কি? ভেবে দেখুন, দেয়ালের এই সাদা রং আপনাকে কেমন অনুভূতি দেয়। যদি মনে হয় জমছে না, তাহলে বদলে ফেলতে ক্ষতি কী! পোশাকের ক্ষেত্রেও একই কাজ করতে পারেন।
যাচাই করে দেখুন নিজের পোশাকগুলোর রং
অনেকেই কালো রঙের পোশাক পরতে বেশি স্বচ্ছন্দবোধ করেন। এমনই একজনকে এর কারণ জিজ্ঞেস করতেই বললেন, ‘কোন রঙে আমাকে ভালো লাগবে, এটি আমি বুঝে উঠতে পারি না। তাই ভাবনাচিন্তা না করে কালো পরে ফেলি।’ এটি কোনো সমস্যা নয়, জানান, ম্যান্ডিবার। তিনি বলেন, ‘সবার ব্যক্তিগত পছন্দের রং থাকে; কিন্তু সেই রং আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করছে কি না, সে বিষয়ে সচেতন থাকা জরুরি।’
ছোট পরিসরে শুরু করুন নানান রঙের ব্যবহার
ঘরের কোণের টেবিলে সাজিয়ে রাখতে পারেন হলুদ, গোলাপি কিংবা সাদা রঙের ফুল। অফিসের ব্যস্ততায় সতেজ অনুভূতি দিতে পারে পাশেই রাখা সবুজ কোনো গাছ। এভাবে দৈনন্দিন জীবনে খুব সামান্য হলেও নানা রঙের ব্যবহার করে আমাদের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারি।
‘আপনি রঙের যে জাদুরীতিই বেছে নিন না কেন, সাফল্যের চাবিকাঠি হচ্ছে, তা যেন আপনার দিনকে সহজ, আনন্দময় এবং অর্থবহ করে তোলে,’ বলেন ম্যান্ডিবার।
সূত্র: ওয়েল+গুড