বসার ঘরে যেমন ধারা চলবে এবার

বসার ঘরে থাকতে পারে গাছ ও ছিমছাম আবহ
ছবি: এআই/প্রথম আলো গ্রাফিকস

প্রতিবছরই কিছু না কিছু যোগ–বিয়োগ হয় অন্দরসাজের ধারায়। আন্তর্জাতিক ধারার একটা প্রভাব দেখা যায় আমাদের ঘরগুলোতেও। এই বৈশ্বিক ধারার আধুনিকায়ন আর দেশজ শিল্পের সৌন্দর্য বসার ঘরের সাজে নিয়ে আসতে পারে দারুণ ভারসাম্য। প্রাচ্য ও পাশ্চাত্যের রুচিশীল সমন্বয় আপনার অন্দরে নিয়ে আসবে নান্দনিকতাও। নতুন বছরে কেমন হতে পারে বসার ঘরের অন্দরসজ্জা, জেনে নেওয়া যাক।

প্যানটোন কালার ইনস্টিটিউট থেকে অন্দরের চলতি ধারার রং–বিষয়ক নির্দেশনা দেওয়া হয়ে থাকে, যা আন্তর্জাতিক পরিসরে স্বীকৃত। আধুনিক ধারার রঙের দিকটা সম্পর্কে ধারণা পেতে এই প্রতিষ্ঠানের নির্দেশনা অনুসরণ করতে পারেন আপনিও। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী বছর মোকা মুজ রং বসার ঘরের জন্য উপযোগী হবে। হালকা কফি রঙের মতো এই রঙের বিভিন্ন শেড থেকে পছন্দসই রং বেছে নেওয়া যেতে পারে।

এমন ধারার রং বেশ কয়েক বছর ধরেই চলছে। সামনের বেশ কয়েক বছরও এই রঙের জনপ্রিয়তা থাকতে পারে। বসার ঘরের অন্দরসজ্জার নানা দিক নিয়ে পরামর্শ দিয়েছেন সৃষ্টি আর্কিটেকচার অ্যান্ড কনসালট্যান্সির প্রতিষ্ঠাতা স্থপতি তাসনিম তূর্যি।

নতুন বছরে বসার ঘরে সাজ হতে পারেন এমন।

দেয়ালের রং, দেয়ালের সাজ

মোকা মুজ নিরপেক্ষ ধারার রং। অতি উজ্জ্বল নয়। এই রঙের হালকা ও গাঢ় নানা শেডের খোঁজ পাবেন রঙের দোকানে। এসব শেডে মিলবে আভিজাত্যের ছোঁয়া। আর এসব শেড কিন্তু আসবাবের কাঠ রঙের সঙ্গে মানানসই। আবার আপনার অন্দরের আসবাব যদি হয় সাদা রঙের, তার সঙ্গেও মানিয়ে যাবে মোকা মুজ রং। প্রচলিত সাধারণ রঙের বোর্ড দিয়ে তৈরি আসবাব বা কেবিনেটও এই রঙের মাঝে সুন্দর দেখায়। ২০২৫ সাল পেরিয়েও এই রং টিকে থাকতে পারে যুগের সঙ্গে মানানসই হয়ে। এই রঙের দেয়াল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সহজসাধ্য।

ব্যস্ত পৃথিবীতে এই একটি বৈশিষ্ট্যের কারণেই টিকে থাকতে পারে লম্বা সময়। চাইলে ঘরের একটা দেয়ালে মার্বেল পাথর বা অন্য কোনো পাথরের কারুকাজও করিয়ে নিতে পারেন। মোকা মুজ রঙের বাইরে প্যাস্টেল শেডের বিভিন্ন রঙের ব্যবহারও হতে পারে।

অনুষঙ্গে দেশজ কৃষ্টি

দেশজ অনুষঙ্গ যোগ করে আপনি অন্দরের আবহটাই বদলে দিতে পারেন। বাঁশ, বেত আর মাটির তৈরি অনুষঙ্গ আমাদের কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। মাটির ম্যুরাল করতে পারেন অন্দরের দেয়ালে। ম্যুরালটি হতে পারে বিমূর্ত নকশার, যা আপনার মননশীলতার পরিচয় দেবে।

হস্তশিল্পের অনুষঙ্গগুলো আপনি চাইলেই নানাভাবে যোগ করতে পারেন আপনার আধুনিক অন্দরে। তাতে কিন্তু অন্দর সেকেলে হয়ে পড়বে না; বরং তা হয়ে উঠবে অনন্য, অসাধারণ।

বসার ঘরের সোফায় হালকা রঙের কাপড় ব্যবহার করতে পারেন।

আভিজাত্যে, বৈচিত্র্যে

বসার ঘরের সোফায় হালকা রঙের কাপড় কিংবা লেদারের ব্যবহার করতে পারেন। তাতে আসবে আভিজাত্য। রঙের বৈপরীত্য আনতে সবুজের ছোঁয়া রাখতে পারেন ঘরের কিছু জায়গায়। এই বৈচিত্র্যময় সবুজের জন্য অবশ্য প্রকৃতিই সেরা উৎস।

কৃত্রিম ঘাস কিংবা কৃত্রিম ফুল-পাতা নয়, বরং সবুজ গাছ রাখুন আপনার অন্দরে। বোহিমিয়ান ধারার আসবাব কিংবা অনুষঙ্গও রয়েছে আধুনিক অন্দরসজ্জার ধারায়।