অ্যাপার্টমেন্টের লবিতে আসবাবের নকশা যেমন হবে

একটি অ্যাপার্টমেন্টে প্রবেশের পর প্রথমেই যে জায়গাটি চোখে পড়ে, তা হলো লবি বা অভ্যর্থনা কেন্দ্র। বাইরে থেকে এসে সুন্দর পরিপাটি একটি লবি দেখলে শুরুতেই ভবন সম্পর্কে একধরনের ভালো লাগা তৈরি হয়। সেখানে বসে দুদণ্ড অপেক্ষা করতেও ক্লান্তি লাগে না। অ্যাপার্টমেন্টের লবির আসবাবের খোঁজখবর জানালেন ফাবিহা ফাইজা হক

লবির নকশায় শুরুতেই দেয়ালের রংকে প্রাধান্য দেওয়া উচিত
ছবি : সাবিনা ইয়াসমিন

লবিতে ঘরের আবহ

‘অ্যাপার্টমেন্ট লবি এমন হওয়া উচিত, যেন সবাইকে সেটা উষ্ণ অভ্যর্থনা করে। যেখানে অপেক্ষা করলে একটা আপন আপন অনুভূতি হয়,’ বলছিলেনঅ্যারে আর্কিটেক্টসের প্রধান স্থপতি আল ইমরান। ‘পুরো জায়গাটার নকশা এমন হওয়া উচিত, যেটা দেখে বাড়ির মতো মনে হবে। আসবাবগুলোতেও সেই ভাব থাকা জরুরি।’

লবির নকশায় শুরুতেই দেয়ালের রংকে প্রাধান্য দেওয়া উচিত। দেয়ালের রং একটি ঘরের আমেজ অনেকটা বদলে দিতে পারে। লবির দেয়ালের জন্য বাদামি, বেইজ, ধূসর ও চাপা সাদা রং বেশি জনপ্রিয়। সবুজ বা নীলের বিভিন্ন শেডও অনেকে পছন্দ করছেন। ওয়াল পেপার ব্যবহারের নতুন একটি ধারাও তৈরি হয়েছে।

লবিতে সতেজ অনুভূতি আনতে কিছু অন্দরের গাছ লাগাতে পারেন

যেকোনো একটা দেয়ালকে ‘স্টেটমেন্ট ওয়াল’ হিসেবেও তৈরি করা যায়। এই দেয়ালে রঙের পরিবর্তে মার্বেল বা টেরাকোটা লাগিয়ে দিতে পারেন। অথবা পুরো দেয়ালে ছোট টবে গাছ লাগিয়ে দিতে পারেন। যেখানে দেয়াল না, শুধু গাছই দেখা যাবে। একে বলা হয় ‘গ্রিন ওয়াল’। লবির এক কোণেও বেশ কিছু গাছ একসঙ্গে রাখা যেতে পারে। মনে হবে প্রকৃতির অনেক কাছাকাছি আছি। সম্ভব হলে ছোট একটা জায়গায় পাথর দিয়ে ঘিরে ফোয়ারার ব্যবস্থা করা যেতে পারে। পানিতে ছেড়ে দিতে পারেন কিছু রঙিন মাছ। ফোয়ারার পাশে রাখতে পারেন দুটি গোল চেয়ার আর ছোট্ট একটি টি টেবিল। ব্যস, বদলে যাবে জায়গাটার চেহারা।

লবি থেকে শুধু গাছই দেখা যায় এমন জায়গাকে বলা হয় ‘গ্রিন ওয়াল’।

কেমন হবে আসবাব

সৃষ্টি আর্কিটেকচার অ্যান্ড কনসালটেন্সির স্বত্বাধিকারী স্থপতি তাসনিম তূর্যি বলেন, ‘যেহেতু জায়গাটা অপেক্ষা বা বিশ্রামের জন্য, তাই সেখানকার বসার জায়গাটা আরামদায়ক হওয়া জরুরি। বাজারে আজকাল নানা ডিজাইনের সোফা পাওয়া যায়। লবিতে সাধারণত বড় একটি সোফার পরিবর্তে সিঙ্গেল কয়েকটি সোফা বা আরামদায়ক চেয়ারের ব্যবস্থা রাখতে পারলে ভালো। কাঙ্খিত ব্যাক্তি বা লিফটের জন্য অতিথিদের অনেক সময় লম্বা সময় অপেক্ষা করতে হয়। আসবাব বাছাইয়ের ক্ষেত্রে সেটাও মাথায় রাখতে হবে।’

লবি যদি খুব বেশি বড় না হয়, তাহলে ব্যবহার করতে পারেন স্লিম ও স্মার্ট সোফা। যেগুলো খুব কম জায়গা নিয়ে থাকে। সোফার রং গাঢ় হলে ভালো। এই জায়গার জন্য চলতি ধারায় আছে মখমল ও লেদারের সোফা।

সোফার সামনে অবশ্যই সেন্টার টেবিল রাখা উচিত। গ্লাস টপ না হলে কাঠের টেবিল রাখতে পারেন। সেটাও সম্ভব না হলে সাইড টেবিল রাখুন। টেবিলে কিছু ম্যাগাজিন বা পত্রিকা রাখা যেতে পারে। ম্যাগাজিন টেবিলে রাখতে না চাইলে পাশে একটি ছোট্ট কাঠের স্ট্যান্ড করে রাখতে পারেন।

খুব বেশি ভারী নকশার টেবিল লবিতে না রাখাই ভালো

লবি যেহেতু অবশ্যই তাই থাকতে হবে একটি রিসেপশন টেবিল। অন্যান্য আসবাবের সঙ্গে মিল রেখে বেছে নিতে পারেন এই টেবিল। খুব বেশি ভারী নকশার টেবিল এখন ট্রেন্ডে নেই।

অ্যাপার্টমেন্ট লবিতে আলো খুবই গুরুত্বপূর্ণ। বাইরের আলো আনার সুযোগ থাকলে কাচের বাউন্ডারি রাখতে পারেন। অনেক ক্ষেত্রেই লবিতে প্রাকৃতিক আলো প্রবেশের উপায় খুব একটা থাকে না। সেক্ষেত্রে একমাত্র ভরসা কৃত্রিম আলো। সাধারণ সাদা আলো এ ক্ষেত্রে সবচেয়ে উপযোগী। নির্দিষ্ট জায়গাগুলো আলোকিত করার জন্য টাস্ক লাইটিং প্রয়োজন। লবিতে রিসেপশন টেবিলসহ বসার জায়গা থাকলে টেবিল ল্যাম্প ব্যবহার করা যেতে পারে। আপনি যদি লবির কোনো অংশ হাইলাইট করতে চান, তাহলে ব্যবহার করতে পারেন অ্যাকসেন্ট লাইটিং।

রিসেপশন লবির জন্য হালকা নকশার সোফা বা চেয়ার সব থেকে উপযোগী

আসবাব প্রতিষ্ঠান হাতিল কমপ্লেক্স লিমিটেডের পরিচালক সফিকুর রহমান জানান, রিসেপশন লবির জন্য হালকা নকশার সোফা বা চেয়ার সব থেকে উপযোগী। হাতিলে পাওয়া যাবে লবি চেয়ার, সেগুলোও বেশ মানানসই। সোফার সঙ্গে মানিয়ে একটা সেন্টার টেবিল রাখা যেতে পারে। রিসেপশন টেবিল সাধারণ টেবিলের থেকে একটু উঁচু থাকে, যাতে দাঁড়িয়ে থেকে টেবিলের কাজ করা যায়। আয়না, পেইন্টিং এবং সবুজ গাছ দিয়ে সাজিয়ে নেওয়া যেতে পারে লবি।

 আরও কিছু তথ্য জেনে রাখুন—

  • দেয়ালে অতিরিক্ত গাঢ় রং এড়িয়ে চলুন। গাঢ় রঙে লবি আরও সংকুচিত হয়ে আসে।

  • অ্যাপার্টমেন্ট লবিতে অনেক মানুষের যাতায়াত। তাই পিচ্ছিল টাইলস বা মার্বেল না ব্যবহার করাই ভালো। একদম সাদা বা কালো মেঝেতে ময়লা বেশি চোখে পড়ে। তাই এই রং এড়িয়ে চলুন।

  • মূল দরজায় একটি বড় আকারের (জায়গা বুঝে) পাপোশ বা ম্যাট বিছিয়ে দিন। উজ্জ্বল গাঢ় রং বেশি মানানসই হবে।

  • ছোট আকারের লবি বড় দেখাতে আয়না ব্যবহার করা যেতে পারে। ছোট ছোট কয়েকটি আয়না বা বড় একটি আয়না লাগালে ভালো লাগবে। বড় দেয়ালে ঝুলিয়ে দিতে পারেন পেইন্টিং। দেয়ালে একটি টেলিভিশনও রাখতে পারেন।

  • লবিতে সতেজ অনুভূতি আনতে কিছু অন্দরের গাছ লাগাতে পারেন। খুব কম আলো এবং পরিচর্যাতে নানা রকমের পাথোস, স্নেক প্ল্যান্ট, ব্যাম্বু প্লান্ট বেশ ভালো থাকে। গাছ রাখার জন্য আলাদাভাবে ভিন্ন ভিন্ন আকারের কাঠের টুল রাখতে পারেন।

  • পরিষ্কার–পরিচ্ছন্ন থাকলে অ্যাপার্টমেন্ট লবি এমনিতেই পরিপাটি দেখাবে। অ্যাপার্টমেন্ট কর্মীদের এই ব্যাপারে সব সময় সচেতন থাকা দরকার। বিশেষ করে সোফা বা চেয়ারগুলো নিয়মিত মোছা জরুরি।