একটু বুদ্ধি খাটিয়ে সামর্থ্যের মধ্যেই সুন্দর করে সাজানো যেতে পারে নবদম্পতির সংসার
নতুন সংসারের জন্য প্রথমেই দরকার মনের মতো একটি বাসা। তারপরই আসে সেই বাসা নিজের মতো করে সাজানোর প্রশ্ন। নতুন সংসার সাজানো আনন্দের সঙ্গে সঙ্গে কিছুটা ভাবনারও বিষয়। কীভাবে বাসা সাজাব, কী কী কিনব, কোথা থেকে কিনব, খরচ কেমন পড়বে ইত্যাদি নানা ধরনের প্রশ্ন জাগে মনে। এমন নয় যে দামি দামি আসবাব দিয়ে ঘর সাজাতে হবে। একটু বুদ্ধি খাটিয়ে সামর্থ্যের মধ্যেই সুন্দর করে সাজানো যেতে পারে সংসার।
সবার আগে নবদম্পতি দুজন মিলে ঠিক করা উচিত কোন কোন জিনিস একদম না কিনলেই নয়, বলছিলেন স্থাপত্যবিষয়ক প্রতিষ্ঠান মেটামরফিকের স্থপতি ফারাহ মৌমিতা। বিয়ের অনুষ্ঠানে অনেক কিছুই গিফট পাওয়া যায়। সেগুলো দেখে ঠিক করুন কী কী কেনার দরকার নেই। তারপর কী কী আসবাব আগে প্রয়োজন, তারও একটা লিস্ট করুন। এরপর দুজনে মিলেই নিজেদের সামর্থ্যের কথা মাথায় রেখে বাজেট তৈরি করুন। বসার ঘর, খাবার ঘর, শোবার ঘর—মূলত এই তিন ঘরের প্রয়োজনীয় কিছু আসবাব দিয়েই শুরু করুন। শুরুতে বিলাসী আসবাব না কেনাই ভালো। আজকাল মাল্টি ফাংশনাল; অর্থাৎ একের অধিক কাজে ব্যবহার করা যায়, এমন কিছু ফার্নিচার বাজারে পাওয়া যায়। সেগুলো ব্যবহার করা যেতে পারে।
চাইলে ব্র্যান্ডের দোকান থেকেই কিনতে পারেন আপনার প্রয়োজনীয় সব ফার্নিচার। হাতিল ফার্নিচারের আছে বাসাবাড়িতে ব্যবহারের উপযোগী সোফা, ডিভান, সেন্টার টেবিল, বেড ও বেডসাইড টেবিল, ড্রেসিং টেবিল, চেস্ট অব ড্রয়ার, ওয়ার্ডরোব, ডাইনিং টেবিল, শোকেস, ওপেন শেলফ, টিভি কেবিনেট, মিনি কেবিনেট। নবদম্পতিরা প্রথমে একটি বেডরুম সেট, এক সেট সোফা এবং একটি ডাইনিং টেবিল নিতে চান, জানালেন হাতিল ফার্নিচারের পরিচালক শফিকুর রহমান। হাতিলের একই ডিজাইনের খাট, আলমিরা, ড্রেসিংটেবিলও আছে। বসার ঘরের সোফার ক্ষেত্রে সোফা কাম বেড সবারই বেশ পছন্দ। খাবার ঘরের জন্য হাতিলে রয়েছে ভাঁজ করে রাখা যায়, এমন ডাইনিং টেবিল। ফ্ল্যাটগুলোতে জায়গার স্বল্পতার জন্য আজকাল এ রকম বহুমুখী আসবাব পছন্দ করছেন মানুষ।
এখনকার ছোট ফ্ল্যাটগুলোর উপযোগী স্লিম অ্যান্ড স্মার্ট ফার্নিচার এনেছে ইশো। প্রতিষ্ঠানটির প্রধান স্থপতি পিনাকপাণি সাহা জানান, নববিবাহিত দম্পতির কথা মাথায় রেখে বেশ কিছু নতুন ফার্নিচার এনেছেন তাঁরা। ছিমছাম ডিজাইনের হালকা আসবাবগুলো সহজেই পরিষ্কার রাখা যায়, জায়গাও লাগে কম। হালকা নকশা হওয়ার কারণে সব জায়গায় মানানসই হয়। বসার ঘরের জন্য কমলা, হলুদ, গাঢ় সবুজের মতো উজ্জ্বল রঙের সোফা সবাই পছন্দ করছেন বলে জানান তিনি।
রাজধানীর রোকেয়া সরণিতে বেশ কিছু ফার্নিচারের দোকান রয়েছে। সাশ্রয়ী মূল্যে কাঠের আসবাব কিনতে চাইলে যেতে পারেন রাজধানীর পান্থপথ, গুলশান ডিসিসি মার্কেট, লালবাগে। কাঠের আসবাব ছাড়াও আজকাল বোর্ড, স্টিল, অ্যালুমিনিয়াম আর প্লাস্টিকের তৈরি আসবাবও ঘরে মানিয়ে যায় বেশ। দামও তুলনামূলকভাবে কম।