সোনায় মোড়া এমিরেটস প্যালেসে থাকার খরচ কত?

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জনপ্রিয় পাঁচ তারকা হোটেল এমিরেটস প্যালেস। অ্যারাবিক স্টাইল, আন্তর্জাতিক পুরস্কার পাওয়া আতিথেয়তা আর স্থানীয় নিজস্ব অভিজ্ঞতার জন্য বিশ্বখ্যাত এই হোটেল। দেখে নেওয়া যাক এই হোটেলের অন্দর। আর জেনে নেওয়া যাক এই হোটেল সম্পর্কে নানা তথ্য।
এই হোটেলের নির্মাণকাজে পাঁচ বছর ধরে আবুধাবি সরকারের খরচ হয়েছে ৩ বিলিয়ন ডলার বা ২৮ হাজার ২৯৫ কোটি টাকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এই হোটেলের মূল মালিক আবুধাবি সরকার। ২০০১ সালের ডিসেম্বর মাস থেকে শুরু হয় এই হোটেলের পরিকল্পনা। ২০০৫ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হোটেলটি কেমপিনস্কি হসপিটালিটি কোম্পানির দায়িত্বে ছিল
২০২০ সালের ১ জানুয়ারি মান্দারিয়ান ওরিয়েন্টালের হোটেল গ্রুপের তত্ত্বাবধানে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। মান্দারিয়ান নিজেদের বেতন রেখে বাকি অর্থ আবুধাবি সরকারের তহবিলে জমা করে
হোটেলটির মূল ভবন ১ কিলোমিটার লম্বা। ১০০ হেক্টর জায়গাজুড়ে রয়েছে এই হোটেলের বাগান
এই হোটেলের ডিজাইন করেছে মার্কিন স্থপতি জর্জ উইম্বারলির বিশ্বখ্যাত ফার্ম ডাব্লিউএটিজি আর্কিটেক্টস। বিশ্বের বিভিন্ন দেশে এই কোম্পানির অফিস আছে। এমিরেটস হোটেলের ডিজাইনে সমতা, ভূগোল, অনুপাত, ছন্দ—এসব ক্ষেত্রে ইসলামি স্থাপত্যরীতি অনুসরণ করা হয়েছে। মাঝখানের গম্বুজে নানান জ্যামিতিক নকশা ফুটে উঠেছে। এ ছাড়া ভবনজুড়ে রয়েছে ১১৪টি মাঝারি ও ছোট আকৃতির গম্বুজ
এই হোটেল ভবনের রং আরবের বিভিন্ন মরুভূমির বালুর রং থেকে অনুপ্রাণিত
এই হোটেলে রয়েছে ৩৯৪টি থাকার ঘর। এর ভেতর ৯২টি সুইট ও ২২টি রেসিডেন্সিয়াল স্যুইট। এসব স্যুইট তৈরিতে মার্বেলের সঙ্গে ব্যবহার করা হয়েছে সোনা। ভবনের মাঝখানে যে বিশাল গম্বুজ রয়েছে, সেটিও মার্বেল আর স্বর্ণ দিয়ে তৈরি
এ ছাড়া রয়েছে ২টি স্পা, ৪০টি মিটিং রুম, দুটো হেলিকপ্টার ল্যান্ড করার প্যাড, তিন হাজার অতিথি ধারণক্ষম একটা বলরুম
হোটেলের ভেতর রয়েছে নানান বিলাসবহুল দোকান ও রেস্তোরাঁ। সেগুলোয় বিশ্বের নানা প্রান্তের খাবার পাওয়া যায়। এই হোটেলের সঙ্গেই রয়েছে ১.৩ কিলোমিটার লম্বা সৈকত
হোটেল তৈরিতে ব্যবহৃত সোনা ‘স্বর্ণপাত’ আকারে ইতালি থেকে আনা হয়েছে। তারপর সেগুলো প্রসেস করে আরও সুন্দর আর ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হয়েছে
এই হোটেলে প্রতিবছর ২০০ টন কমলার জুস খাওয়া হয়। ৪৯টি দেশের ১ হাজার ৮০০ কর্মীর কর্মস্থল এই হোটেল
বুকিং ডটকম থেকে আপনি একা এক রাত এই হোটেলের সবচেয়ে ছোট, কম আড়ম্বড়পূর্ণ ঘরে থাকতে চাইলে খরচ হবে ৩৮ হাজার টাকা। কর দিতে হবে ১০ হাজার ২০০ টাকা। অন্যান্য খরচ তো আছেই
৩টা এক্সট্রা লার্জ বেডরুম, একটি বসার জায়গা (মিটিং প্লেস), ব্যালকনি, বারসহ একটি সুইটে এক রাত থাকার জন্য সর্ব্বোচ্চ ৬ লাখ ৩০ হাজার ৪৮২ টাকা খরচ হবে। তবে এ জন্য ট্যাক্স গুনতে হবে ১ লাখ ৬১ হাজার টাকা। সেই সঙ্গে অন্যান্য খরচ তো আছেই!