ঢুঁ মারুন অজয়-কাজলের ৭০ কোটির বাংলোয়

মুম্বাইয়ের অনেক তারকাযুগলের ঘটকালির কাজটা বলিউডই করে দিয়েছে। কেননা বলিউড থেকেই তাঁদের প্রেমের কাহিনি শুরু হয়েছে। এমনই এক যুগল কাজল ও অজয় দেবগন। ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিয়ে করেন এই দম্পতি। এরপর বেশ কয়েকবার বাসা বদলেছেন। মুম্বাইয়ের জুহুতে বিলাসবহুল বাংলোয় দুই সন্তান নাইসা আর যুগকে নিয়ে থাকেন কাজল আর অজয়। ২০২০ সালে কেনা এই বাংলোর বাজারমূল্য ৭০ কোটি টাকা। অজয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। কাজলের বিভিন্ন ছবিতেই ১ কোটি ২২ লাখ ভক্ত ঢুঁ দেন তাঁদের অন্দরে।
এই তারকাদের বাড়ির সবচেয়ে সুন্দর স্থানটি হলো বসার ঘরের বাঁকানো সিঁড়ি। বাড়ির ভেতরে নিচতলা থেকে দোতলায় উঠে গেছে এই সিঁড়ি। আর এর মাঝবরাবর ঝুলন্ত কাচের বাতিতে অন্দরসজ্জাকে দেওয়া হয়েছে ভিন্ন মাত্রা। কাজলের বহু সিনেমায় ব্যাকড্রপ হিসেবে ব্যবহৃত হয়েছে এই স্থান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
কাঠ দিয়েই তাঁদের ঘর সাজিয়েছেন এই তারকা জুটি। কাঠের সিঁড়ি ছাড়া ঘরের বেশির ভাগ আসবাবও কাঠের তৈরি। দেয়াল ও মেঝেতেও দেখা যাচ্ছে কাঠের নকশা
. সিঁড়ির পাশের দেয়ালে রয়েছে কাচের ব্যবহার। খোপ খোপ কাচের এই দেয়াল পুরো স্থানটির সৌন্দর্য বাড়িয়েছে
সাদা রঙে বিশেষভাবে দেওয়া হয়েছে গুরুত্ব। আসবাব থেকে শুরু করে ঘরের দেয়ালের রং প্রায় সবই সাদা
করোনা মহামারির শুরু থেকেই ঘরেই থাকতে হয়েছে, তাই এই বাংলোতেই জিম খুলে নিয়েছেন অজয়
সাদা দেয়ালে খুব বেশি কিছু না রাখলেও এই তারকাদের আছে পেইন্টিং প্রীতি
আয়না দেখতে পছন্দ করেন কাজল। তাই ঘরের দেয়ালজুড়ে রয়েছে আয়না
বাংলোর চারপাশে আছে সবুজের সমারোহ। বিকেলে সেখানে সময় কাটান এই পরিবার। মাঝেমধ্যে সেখানে গাছও লাগান, গাছের যত্ন নেন। ছবিতে এই দম্পতির পুত্র যুগ
বাংলোর আঙিনায় কাজল ও অজয়কন্যা নাইসা
প্রায়ই ঘরের ভেতর ফটোশুট করেন কাজল। আর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সেসব ছবি। এভাবেই কাজল আর অজয় দেবগনের ভক্তরা উঁকি দেন তাঁদের অন্দরে
অন্দরসজ্জায় কাজল ‘মিনিমালিস্টিক অ্যাপ্রোচ’–এর ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। আসবাব বা ব্যবহার্য জিনিসগুলো কেবল সেগুলোই রেখেছেন, যেগুলো না হলেই নয়। যাতে ঘরের ভেতর দৃষ্টি ঘোরাফেরা করতে পারে