মুম্বাইয়ের অনেক তারকাযুগলের ঘটকালির কাজটা বলিউডই করে দিয়েছে। কেননা বলিউড থেকেই তাঁদের প্রেমের কাহিনি শুরু হয়েছে। এমনই এক যুগল কাজল ও অজয় দেবগন। ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিয়ে করেন এই দম্পতি। এরপর বেশ কয়েকবার বাসা বদলেছেন। মুম্বাইয়ের জুহুতে বিলাসবহুল বাংলোয় দুই সন্তান নাইসা আর যুগকে নিয়ে থাকেন কাজল আর অজয়। ২০২০ সালে কেনা এই বাংলোর বাজারমূল্য ৭০ কোটি টাকা। অজয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। কাজলের বিভিন্ন ছবিতেই ১ কোটি ২২ লাখ ভক্ত ঢুঁ দেন তাঁদের অন্দরে।