যে ৮টি কাজ আপনার ছেলেসন্তানকে ছোটবেলা থেকেই শেখাবেন

ঘরের কাজ কি কেবল মেয়েদেরই? মোটেও না। তবে এই কথা যদি আপনি পূর্ণবয়সী পুরুষকে বলেন, তাহলে অনেকেই হয়তো এতে একমত হবেন না। অথচ এই ঘরের ছোটখাটো কাজের দক্ষতাই বদলে দিতে পারে গোটা জীবন। তাই ছোটবেলা থেকেই ছেলেসন্তানকে এসব শেখালে সবকিছু সহজ হয়ে যাবে। এসব কাজ আপনার ছেলেসন্তানকে করে তুলবে আত্মনির্ভরশীল, দায়িত্ববোধসম্পন্ন, পরিবেশের প্রতি সদয়, সহানুভূতিশীল ও কর্মক্ষম। সবচেয়ে বড় কথা হলো, এসবের চর্চায় আপনার ছেলেসন্তান হয়ে উঠবে আরও মানবিক।

ঘর পরিষ্কার রাখা

ঘরের ভেতর যেকোনো ধরনের ধুলাবালু, ময়লা বা আবর্জনা দেখলেই তা পরিষ্কার করতে শেখান। অভ্যাসটির চর্চা ছোট থেকেই শুরু হলে আপনার সন্তান ধীরে ধীরে ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখার ব্যাপারে দায়িত্বশীল হয়ে উঠবে।

বাসনকোসন মাজা

ছোট থেকেই আপনার ছেলেকে শেখান কীভাবে নিজের বাসনকোসন ব্যবহারের পর পরিষ্কার করে রাখতে হয়। আরও শেখান, কতটুকু ডিশওয়াশ দিয়ে কতগুলো বাসন মাজা যায়।

কাপড় সাফ করা

কাপড় সাফ করা, ধোয়ার পর কাপড় কীভাবে নাড়তে হয়, শুকিয়ে গেলে তা কীভাবে ভাঁজ করে রাখতে হয়—সবই আপনার ছেলেসন্তানকে শেখান।

রান্না করা

আপনার ছেলেকে রান্না শেখাতে উদ্যোগ নিন। প্রথমে সহজে রান্না করা যায়, এমন রেসিপি শেখান। এরপর ধীরে ধীরে জটিল রেসিপিগুলোও রপ্ত করতে সাহায্য করুন। রান্না করার গুণ আপনার ছেলেসন্তানকে স্বনির্ভর করে তুলবে।

বিছানা তৈরি করা

বিছানার চাদর ঝেড়ে, বালিশ সাজিয়ে এবং কাঁথা বা কম্বল ভাঁজ করে নিজের জন্য বিছানা প্রস্তুত করতে শেখান আপনার ছেলেকে। প্রতিদিন সকালের এই চর্চা তার মধ্যে পরিচ্ছন্নতাবোধ ও আত্মনির্ভরশীলতা জাগিয়ে তুলবে।

আবর্জনার সুষ্ঠু ব্যবস্থাপনা

কোন আবর্জনাটি কীভাবে এবং কোথায় ফেলে দিতে হবে, পুনর্ব্যবহারযোগ্য আবর্জনার ব্যবস্থাপনা ইত্যাদি কাজ আপনার ছেলেসন্তানকে শিখিয়ে দিন। এই চর্চা আপনার ছেলেকে পরিবেশ বিষয়ে দায়িত্বশীল হিসেবে গড়ে তুলবে।

ঘর সাজিয়ে রাখা

বাসার ভেতরে আসবাব থেকে শুরু করে অনেক ছোটখাটো জিনিস কীভাবে সাজিয়ে–গুছিয়ে রাখলে সুন্দর দেখাবে, তা-ও আপনার ছেলেসন্তানকে বুঝিয়ে দিন।

বাড়ির শিশুদের যত্ন নেওয়া

আপনার ছেলেসন্তানের চেয়ে বয়সে ছোট পরিবারের সদস্যের সাধারণ যত্ন নেওয়া, খাবার খাওয়ানো, হাঁটিয়ে বেড়ানো, অক্ষর শেখানোর মতো দায়িত্বগুলো পালন করতে শেখান। এই চর্চা আপনার ছেলেসন্তানকে দায়িত্ববান হতে সাহায্য করবে।

লেখা: আবু দারদা মাহফুজ

সূত্র: টাইমস অব ইন্ডিয়া