অফিস থেকে নিচে নামতেই দেখা গেল, রাজধানীর কারওয়ান বাজারে একদল ছাত্র প্ল্যাকার্ড হাতে মিছিল করতে করতে কাঁচাবাজারের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছেন। সেসব প্ল্যাকার্ডে লেখা ‘সিন্ডিকেট নিপাত যাক, কারওয়ান বাজার মুক্তি পাক’, ‘চাঁদাবাজির দিন শেষ, গড়ব সোনার বাংলাদেশ’ ইত্যাদি। থেমে থেমে ব্যবসায়ীদের তাঁরা বলছেন, ‘আপনারা আর কাউকে চাঁদা দেবেন না’, ‘সবাই মিলে সিন্ডিকেটমুক্ত বাজার গড়তে এগিয়ে আসুন’। যে তরুণেরা সরকারবিহীন এই সময়েও আশার আলো জাগাচ্ছেন অন্য সবার মধ্যে, তাঁরা তাঁদেরই একাংশ। এই তরুণদেরই দেখা গেছে রাত জেগে এলাকা পাহারা দিতে, সংসদ ভবন পরিষ্কার করতে। তাঁরা গণভবনের লুট হওয়া জিনিসপত্র সংগ্রহ করে সেনাবাহিনীকে বুঝিয়ে দিচ্ছেন। দেয়ালে, বিভিন্ন স্তম্ভে আঁকছেন রঙিন গ্রাফিতি। ঢাকা শহরের পরিচ্ছন্নতাকর্মী ও ট্রাফিক পুলিশের দায়িত্বও নিজ উদ্যোগে নিজেদের কাঁধে তুলে নিয়েছেন তাঁরা। ওদের সঙ্গে যোগ দিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার সার্ভিস। সাধারণ জনতাও দাঁড়াচ্ছেন ছাত্রদের পাশে। ছবিতে দেখে নেওয়া যাক, জেনে নেওয়া যাক বিস্তারিত।