‘ট্রাফিক পুলিশ’ শিক্ষার্থীদের পাশে বিভিন্ন রেস্তোরাঁ, তারকা ও নগরবাসী

অফিস থেকে নিচে নামতেই দেখা গেল, রাজধানীর কারওয়ান বাজারে একদল ছাত্র প্ল্যাকার্ড হাতে মিছিল করতে করতে কাঁচাবাজারের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছেন। সেসব প্ল্যাকার্ডে লেখা ‘সিন্ডিকেট নিপাত যাক, কারওয়ান বাজার মুক্তি পাক’, ‘চাঁদাবাজির দিন শেষ, গড়ব সোনার বাংলাদেশ’ ইত্যাদি। থেমে থেমে ব্যবসায়ীদের তাঁরা বলছেন, ‘আপনারা আর কাউকে চাঁদা দেবেন না’, ‘সবাই মিলে সিন্ডিকেটমুক্ত বাজার গড়তে এগিয়ে আসুন’। যে তরুণেরা সরকারবিহীন এই সময়েও আশার আলো জাগাচ্ছেন অন্য সবার মধ্যে, তাঁরা তাঁদেরই একাংশ। এই তরুণদেরই দেখা গেছে রাত জেগে এলাকা পাহারা দিতে, সংসদ ভবন পরিষ্কার করতে। তাঁরা গণভবনের লুট হওয়া জিনিসপত্র সংগ্রহ করে সেনাবাহিনীকে বুঝিয়ে দিচ্ছেন। দেয়ালে, বিভিন্ন স্তম্ভে আঁকছেন রঙিন গ্রাফিতি। ঢাকা শহরের পরিচ্ছন্নতাকর্মী ও ট্রাফিক পুলিশের দায়িত্বও নিজ উদ্যোগে নিজেদের কাঁধে তুলে নিয়েছেন তাঁরা। ওদের সঙ্গে যোগ দিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার সার্ভিস। সাধারণ জনতাও দাঁড়াচ্ছেন ছাত্রদের পাশে। ছবিতে দেখে নেওয়া যাক, জেনে নেওয়া যাক বিস্তারিত।

প্রতিষ্ঠান, সংগঠন ছাড়া ব্যক্তি উদ্যোগেও নানা খাবার, উপহার নিয়ে ছাত্রদের পাশে দাঁড়াতে চেষ্টা করছেন অনেকে
ছবি: ফেসবুক থেকে
ছাত্রদের মধ্যে পিৎজা, পানি ও জুস বিতরণ করেছে পিৎজাবার্গ। ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে রেস্তোরাঁটি ক্যাপশনে লিখেছে, ‘আমাদের সব কটি ব্রাঞ্চ থেকে স্বেচ্ছাসেবক ছাত্রদের জন্য পিৎজা, ঠান্ডা সফট ড্রিংক, রং ইত্যাদির ব্যবস্থা করা হচ্ছে। আরও কিছু লাগলে ইনবক্স করবেন প্লিজ। আমার বিশ্বাস, শুধু পিৎজাবার্গ নয়, দেশের সব রেস্টুরেন্ট আপনাদের সঙ্গে আছে।’
ছবি: ফেসবুক থেকে
গরমে ট্রাফিক নিয়ন্ত্রণরত ছাত্রদের কোল্ড কফি দিয়েছে গ্লোরিয়া জিনস ক্যাফে
ছবি: ফেসবুক থেকে
ওয়াফল টাইম ছাত্রদের মধ্যে বিলিয়েছে ওয়াফল
এগিয়ে এসেছে সুলতান’স ডাইনও
ব্যক্তি উদ্যোগে চলছে ছাত্রদের খাওয়ানো
অনেকেই ছাত্রদের ট্রাফিক নিয়ন্ত্রণ দেখে মুগ্ধ। রাজধানীর বিভিন্ন পয়েন্টে, সিগনালে যেখানে আগে নিয়মিতই যানজট বাধত, সেখানেও যানবাহন নিয়ে দাঁড়াতে হচ্ছে না। এমনকি লোকাল বাসগুলোও চলছে নিয়ম মেনে—এমন ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। একজন মজা করে লিখেছেন, ‘ওভারটেক করতে পারছি না, রং সাইডে শর্টকাট মারতে পারছি না। এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম?’ এই পোস্টও ভাইরাল
ছাত্রদের জন্য বানানো হচ্ছে স্যান্ডউইচ
ছাত্রদের ধন্যবাদ জানাতেও ভোলেননি তাঁরা
বিনোদন অঙ্গনের তারকারাও সাধারণ মানুষের সঙ্গে মিলে স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের মধ্যে বিলাচ্ছেন স্যান্ডউইচ, কেক, বিস্কুট, রোলসহ নানা কিছু। পান্থপথ সিগন্যালে সাবিলা নূর
কারওয়ান বাজারে খাবার দিয়েছেন সাফা কবির