ঢাকা কমার্স কলেজে বরণ করে নেওয়া হলো নতুন শিক্ষার্থীদের

ঢাকা কমার্স কলেজের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে ১২ অক্টোবর
ছবি: সংগৃহীত

ঢাকা কমার্স কলেজের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে ১২ অক্টোবর। এ উপলক্ষে কলেজ মিলনায়তন ও মাঠে প্রায় তিন হাজার শিক্ষার্থী এক হয়েছিল।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি, অধ্যক্ষ মো. আবু মাসুদ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. ওয়ালী উল্যাহ্। স্বাগত ভাষণে তিনি নবীনদের উদ্দেশ্যে নানা পরামর্শ দেন, তাদের অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানে আরও বক্তৃতা দিয়েছেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম এফসিএমএ। তিনি তাঁর কলেজজীবনের স্মৃতি, অভিজ্ঞতা ও কর্মজীবনে ঢাকা কমার্স কলেজের নিয়মশৃঙ্খলার প্রভাবের কথা তুলে ধরে প্রিয় শিক্ষক ও পরিচালনা পর্ষদকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শনজিত সাহা। এ ছাড়া শিক্ষক, কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও ছিল এ আয়োজনে।