আপনার রাশিফল
আপনার রাশিফল

আপনার রাশিফল: দিনটি আজ কেমন যাবে (২৫ সেপ্টেম্বর ২০২৩)

মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

বৃষ (২১ এপ্রিল—২১ মে)

কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন। ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। মামলা–মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

মিথুন (২২ মে—২১ জুন)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দুশ্চিন্তার কিছু নেই, নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

শিল্পকলা কিংবা সাহিত্যের জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। বেকারদের কারও কারও জন্য সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। হঠাৎ হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমের ঝোড়ো হাওয়া আপনাকে উড়িয়ে নিয়ে যেতে পারে কাঙ্ক্ষিত গন্তব্যে। যাত্রাপথে সতর্ক থাকুন।

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। আর্থিক লেনদেন শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। চাকরিপ্রত্যাশী কারও কারও জন্য সুখবর আছে। প্রেমের উত্তাল ঢেউ আপনার হৃদয়–সৈকতে আছড়ে পড়তে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। আপনি সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমিক–প্রেমিকার মধ্যে ভুল–বোঝাবুঝির অবসান হতে পারে।

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। মামলা–মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের দৌড় প্রতিযোগিতায় আজ সবাইকে পেছনে ফেলতে সক্ষম হবেন আপনি। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। মামলা–মোকদ্দমা থেকে দূরে থাকুন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যাত্রাপথে সতর্ক থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরে যাওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমে হতাশ হওয়ার কিছু নেই, চমকপ্রদ কোনো ঘটনা আজ আপনাকে আশান্বিত করে তুলবে।

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

চাকরিতে কারও কারও অনাকাঙ্ক্ষিত বদলির আদেশ স্থগিত হতে পারে। মামলা–মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের উত্তাল ঢেউ আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে ভাসিয়ে নিয়ে যেতে পারে। আর্থিক লেনদেন শুভ।