আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
কাওসার আহমেদ চৌধুরী ছাড়া কি ‘আপনার রাশি’ পূর্ণতা পায়! তাঁর অবর্তমানে কে ভরাবে রাশিগুলোর ঘর। প্রয়াত লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিটি রাশির ঘরই ফাঁকা রাখা হলো।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩