ঢাকায় অনুষ্ঠিত হলো দুই দিনের ‘রিশকা ফেস্টিভ্যাল’। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত উৎসবটি শুরু হয়েছিল গতকাল শুক্রবার। তরুণদের সামনে বাঙালির সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরতেই রিকশাচিত্রের এই আয়োজন। উৎসবে রিকশাচিত্রে ফুটিয়ে তোলা পোশাক, গয়না, তৈজসসহ ছিল শিল্পপ্রদর্শনী। এ ছাড়া আগ্রহীদের নিয়ে রিকশাচিত্র ও মৃৎশিল্পের ওপর কর্মশালাও করানো হয়।