ভালো থাকুন

চিকিৎসার পর কি আবার ক্যানসার হতে পারে

চিকিৎসার পর ক্যানসার ফিরে আসতে পারে যেকোনো সময়। এটা হতে পারে চিকিৎসা শেষ হওয়ার এক মাসের মধ্যে, আবার ১০ থেকে ১৫ বছর পরও। তবে সাধারণত চিকিৎসার পর প্রথম দুই বছর এই ফিরে আসার হার সবচেয়ে বেশি। ধীরে ধীরে এই প্রবণতা কমতে থাকে।

এখানে চিকিৎসা সঠিকভাবে শেষ হয়েছে কি না, সেটার যেমন গুরুত্ব আছে; ঠিক তেমনিভাবে ক্যানসারের বায়োলজি বা ক্যানসারটি কতটা মারাত্মক এবং তা কোন পর্যায়ে ধরা পড়ল, সেগুলোও খুব গুরুত্বপূর্ণ। আমাদের রোগীদের মধ্যে অনেকেরই ধারণা যে বাংলাদেশে ক্যানসার চিকিৎসা সঠিকভাবে হয় না, সে জন্যই হয়তো রোগ আবার ফিরে আসে। আদতে ব্যাপারটা সে রকম নয়।

যদি শুধু চিকিৎসা করে সব ক্যানসার ভালো হয়ে যেত, তাহলে তো যুক্তরাষ্ট্রে চিকিৎসার পর ক্যানসার ফিরে আসত না বা রোগী মারাও যেত না। ক্যানসারবিষয়ক যত গবেষণা, তার অধিকাংশ হয় যুক্তরাষ্ট্রে। তার মানে, ক্যানসারের চিকিৎসা পূর্ণ করার পর রোগ আবার ফিরে আসতে পারে এবং তার কারণে মানুষ মারাও যেতে পারে। সে জন্য ক্যানসার চিকিৎসা শেষ হয়ে যাওয়ার পরও নিয়মিত ফলোআপ করতে বলা হয়।

যদি আগে ক্যানসারের চিকিৎসা হয়েছে এবং এখন নতুন করে আবার উপসর্গ দেখা দিচ্ছে বা রিপোর্ট খারাপ হতে শুরু করেছে তবে কী করবেন? দেরি না করে আপনার অনকোলজিস্টের সঙ্গে কথা বলুন ও পরামর্শ নিন। দরকার হলে আরেকজনের মত নিন। হতাশ হবেন না। মনে রাখবেন, ক্যানসার যেমন ফিরে আসতে পারে, তেমনি এর চিকিৎসা করা সম্ভব।

চিকিৎসা করার পর রোগী আরও অনেকদিন সুস্থ থাকতে পারেন। তবে কোথায় ফিরে এল, সেটা খুব গুরুত্বপূর্ণ। যদি যেখানে অস্ত্রোপচার হয়েছে তার আশপাশে ফিরে আসে, সেটার চিকিৎসা যতটা সহজ, যদি দূরে ছড়িয়ে যায়, সেটার চিকিৎসা একটু জটিল।

আরেকটি বিষয়, ক্যানসারের ফলোআপ খুব গুরুত্বপূর্ণ। অনেকেই ক্যানসারের চিকিৎসা শেষ হওয়ার পর আর চিকিৎসকের কাছে যান না বা ফলোআপ করেন না। নিয়মিত ফলোআপে থাকলে যদি ক্যানসার ফিরেও আসে, সেটা দ্রুত নির্ণয় করা যায় ও চিকিৎসা শুরু করা যায়।

  • ডা. হাসান শাহরিয়ার কল্লোল, ক্যানসার সার্জন, আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতাল