পাঠকের এই সমস্যা পড়ে পরামর্শ দিয়েছেন ল্যাবএইড হাসপাতালের ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডা. কাজী রুমানা শারমীন
জিজ্ঞাসা: আমার দুটি দাঁতে সমস্যা আছে। একটাতে ফিলিং করে ক্যাপ পরানো হয়েছে। বাকি দাঁতেও এখন মাঝেমধ্যে ব্যথা হয়। বিশেষ করে ঠান্ডা পানি খেলেই সমস্যা দেখা দেয়। মুখে হালকা গন্ধ হয়, যা নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ি। আমি কিছুদিন পর বিদেশে যাব, সেখানে অনেক ঠান্ডা। আমাকে কি কোনো ধরনের প্রতিষেধক নিয়ে যেতে হবে?
শরিফুল হক, টোলারবাগ, মিরপুর।
উত্তর: আপনার পুরো মুখের একটি ওপিজি এক্স–রে করাতে হবে। এতে প্রতিটি দাঁতের সামগ্রিক অবস্থা বোঝা যাবে। এরপর ভালো কোনো ডেন্টাল ক্লিনিকে বা সার্জনের পরামর্শ নিয়ে সমস্যাগুলো সমাধান করে ফেলা সম্ভব। আপাতত আরামের জন্য পেস্ট সেনসোডাইন র্যাপিড রিলিফ সকালে ও রাতে খাওয়ার পর ১ মিনিট লাগিয়ে রেখে তারপর ব্রাশ করুন। দাঁতে ক্যারিজ এবং তীব্র গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে দুর্গন্ধ হয়। সেটি এড়াতে ওষুধ খেয়ে অ্যাসিডিটি নিয়ন্ত্রণে আনুন। সবচেয়ে ভালো হয়, সরাসরি কোনো ডেন্টাল সার্জনের পরামর্শ নিলে।