আঙুলে ছোট ছোট গোটা হয়, চুলকায়, কী করব

মাঝেমধ্যে খুব চুলকায়, চুলকালে ফেটে যায় বা পানির মতো বের হয়, অনেকাংশে ঘা হয়ে যায়
ছবি: পেক্সেলস

অনেক সময় কারও কারও হাতে ছোট ছোট গুটি বা ফুসকুড়ির মতো ওঠে। মাঝেমধ্যে খুব চুলকায়, চুলকালে ফেটে যায় বা পানির মতো বের হয়, অনেকাংশে ঘা হয়ে যায়। অনেক রোগী আবার চিকিৎসকের পরামর্শ ছাড়া বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন বা কবিরাজি ওষুধ খান, যা সমস্যা আরও বাড়ায়।

কী কী কারণে আঙুলে গোটা হয়

স্কিনের বিভিন্ন ইনফেকশন থেকে এ রকম সমস্যা হতে পারে। অ্যালার্জির মতো সাধারণ সমস্যায় এ রকম অনেকাংশে দেখা যায়। আবার একজিমা নামক একটি চর্মরোগেও এ রকম প্রায়ই আমরা দেখতে পাই।

স্কেবিস নামে একটি ছোঁয়াচে রোগ আছে, যে রোগে এ রকম ঘটনা ঘটে এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। আবার বিভিন্ন রাসায়নিক পদার্থ হাতে লাগলেও হয়। ফাঙ্গাসজনিত সংক্রমণেও এ রকম ঘটনা ঘটে। এ ছাড়া চামড়া খুব শুকনা থাকার কারণে এ রকম পরিবর্তন হতে পারে।

যে কারণেই হোক না কেন, একজন চিকিৎসক হাত পরীক্ষা করে এবং সঠিক হিস্ট্রি নিয়ে রোগ নির্ণয় করবেন এবং সে অনুযায়ী চিকিৎসা দেবেন।

কী করা উচিত বা কী করা উচিত নয়

এ রকম গোটা বা ফুসকুড়ি অনেক ধরনের চর্মরোগে পাওয়া যায়। একেকটির চিকিৎসা একেক রকম। কোনো সন্দেহ না রেখে যত তাড়াতাড়ি সম্ভব একজন মেডিসিন বিশেষজ্ঞ বা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
বেশি চুলকালে অ্যালার্জির ওষুধ খাওয়া যেতে পারে। চামড়া বেশি শুকনা ভাব থাকলে ময়েশ্চারাইজিং লোশন বা ক্রিম ব্যবহার করা যাবে। কিছু ক্ষেত্রে পানি লাগলে চর্মরোগ বেড়ে যায়। পানি সে ক্ষেত্রে যতটা কম ধরা যায়, সে রকম চেষ্টা করতে হবে।
বাজারের চটকদার বিজ্ঞাপন দেখে, অনেকে না বুঝে, গুণগত মান যাচাই-বাছাই না করে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন, যার রাসায়নিক সংক্রমণ থেকে এ রকম চর্মরোগ হয়।
স্ক্যাবিস যেহেতু ছোঁয়াচে রোগ, এ রকম হওয়ার আশঙ্কা থাকলে ব্যবহার্য জিনিসপত্র ভালোভাবে পরিষ্কার করতে হবে।
অনেকে এ রকম সমস্যা হলে অবহেলা করেন, যে কারণে হাত থেকে এটা জটিল রূপ ধারণ করে বা পরবর্তী সময়ে চিকিৎসা জটিল হয়ে যায়।
এ রকম পরিস্থিতি এড়াতে সমস্যার শুরুতেই একজন মেডিসিন বিশেষজ্ঞ বা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।