পরামর্শ দিয়েছেন ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ইন্টারনাল মেডিসিন, অ্যালার্জি ও রিউম্যাটোলজি বিশেষজ্ঞ ডা. জুবায়ের আহমদ
প্রশ্ন: আমার মেয়ের বয়স ১১ বছর ৬ মাস। ওজন ৩৬ কেজি। পেয়ারা বা কমলা খেলে অনেকবার টয়লেট করে এবং টয়লেট হওয়ার পর দুর্বলবোধ করে। দুই মাস ধরে ড্রাগন ফল ও ডালিম খাচ্ছে, এই দুটি ফলে কোনো সমস্যা হয়নি। তিন বছর আগে ঘন ঘন কয়েকবার পেস্ট্রি খেয়েছিল, তার পর থেকে এমন সমস্যা হচ্ছে। শিশু চিকিৎসক দেখালে বলেছেন, ‘এটা কোনো ব্যাপার নয়। বেশি সমস্যা হলে ফিলমেট খাওয়াবেন।’ শীতে একটু বেশি সমস্যা হয়। এটার সমাধান জানালে উপকৃত হব।
নাসিমা জাহান, নওগাঁ
পরামর্শ: বর্ণনা পড়ে মনে হচ্ছে, কিছু খাবারে আপনার মেয়ের খাদ্য অসহিঞ্চুতা (ফুড ইনটলারেন্স) আছে। অর্থাৎ নির্দিষ্ট কিছু খাবার গ্রহণ করলে হজমে সমস্যা হয়। হতে পারে এটি নির্দিষ্ট কোনো ফলমূল, শাকসবজি বা অন্য কোনো খাবার। যার যে খাবারে ফুড ইনটলারেন্স আছে, সেই খাবার যদি সে খায়, তাহলে পাতলা পায়খানা বা ডায়রিয়া হয়ে থাকে। এটি হয় মূলত ওই খাবার হজমের জন্য প্রয়োজনীয় উৎসেচকের ঘাটতির জন্য।
আপনার প্রথম কাজ হচ্ছে, কোন ধরনের খাবারে আপনার মেয়ের সমস্যা হয় তা নির্ণয় করা এবং এগুলো খাওয়া থেকে তাকে বিরত রাখা। আর কোনো ক্রমেই বেশি বেশি ফিলমেট খাওয়াবেন না। এর ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া আছে। দীর্ঘ মেয়াদে অন্য কোনো স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। যেহেতু অল্প বয়সেই হজমজনিত জটিলতা হচ্ছে, সুতরাং দ্রুত আপনার মেয়েকে একজন গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করিয়ে নিন এবং সে অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন।