পরামর্শ দিয়েছেন ল্যাবএইড হাসপাতালের কনসালট্যান্ট, চর্ম, যৌন, অ্যালার্জি, লেজার অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন ডা. কামরুল হাসান চৌধুরী
প্রশ্ন: আমার মেয়ের বয়স ২২ বছর। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৬৫ কেজি। মেয়ে কিছুদিন ধরে চর্মরোগে ভুগছে। স্থানীয় চিকিৎসকের পরামর্শে আক্রান্ত স্থানে বেটামেসন-সিএল ক্রিম ২০ দিন মালিশ করেছি। সুফল মেলেনি। ওষুধ ব্যবহারকারের সময়ে চুলকানি কিছুটা কমে; কিন্তু পুরো নিরাময় হচ্ছে না। দয়া করে পরামর্শ দেবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক, লক্ষ্মীপুর
উত্তর: নিশ্চিতভাবে বলা যায়, এটা একটা ফাঙ্গাল ইনফেকশন। আক্রান্ত স্থানে যে মলমটা আপনি ব্যবহার করেছেন, সেটা পুরোপুরি ভুল একটি মলম। ফাঙ্গাল ইনফেকশনে যদি স্টেরয়েড ব্যবহার করা হয়, তাহলে সেটা রেজিস্ট্যান্টের পর্যায়ে চলে যায়। আপনার মেয়ের ক্ষেত্রেও তা–ই হয়েছে। এখন সঠিক চিকিৎসা নিলেও দেখা যাবে যে সহজে এই সমস্যা যাচ্ছে না। এমন সমস্যায় অধিকাংশ ক্ষেত্রেই রোগীরা ভুল চিকিৎসার পর আমাদের কাছে আসছেন। তাই আপনাদের কাছে অনুরোধ, প্রথমেই রোগীকে নিয়ে একজন বিশেষজ্ঞ স্কিনের চিকিৎসকের কাছে যাবেন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করবেন। তাঁর অবস্থা সরাসরি পর্যবেক্ষণ না করে পরামর্শ দেওয়া কঠিন।