পরামর্শ দিয়েছেন—ডা. শামীম আহমেদ, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। চেম্বার: ল্যাবএইড লি. (ডায়াগনস্টিক), কলাবাগান
প্রশ্ন: আমার বয়স ৪২ বছর। ওজন ৬৩ কেজি। আমার মাঝেমধ্যে গলাব্যথা করে। বিশেষ করে শীতের সময়, গলার মধ্যে কুয়াশার মতো ঠান্ডা জমে থাকে। গলার মধ্যে অস্বস্তি লাগে এবং গলা চিরে কাশি হয়। এতে বুক, পেট ও কানের মধ্যে ব্যথা হয়। নাক, কান ও গলার ডাক্তার দেখিয়েছি, তিনি বলেছেন টনসিল ও অ্যালার্জির সমস্যা। স্থানীয় ডাক্তার দেখালে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেন। একবার কাশি হলে সারতে লেগে যায় ছয় মাস। গলাব্যথার শুরুতেই কী ওষুধ খেতে পারি, যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি?
নাসরিন রহমান, নওগাঁ
পরামর্শ: বর্ণনা শুনে মনে হচ্ছে, আপনার পোস্ট নাসাল ড্রিপ সমস্যা। যদিও নাকসংক্রান্ত আরও কিছু তথ্য যেমন—নাক দিয়ে পানি ঝরে কিনা, অতিরিক্ত হাঁচি আসে কিনা, এসব উল্লেখ থাকলে ভালো হতো। এমন সমস্যায় তাৎক্ষণিক চিকিৎসার অংশ হিসেবে চিকিৎসকের পরামর্শে স্টেরয়েড–জাতীয় নাসাল স্প্রে ব্যবহার ও মন্টিলুকাস্ট অ্যান্টিহিস্টামিনজাতীয় ওষুধ সেবন করতে পারেন। ইনফ্লুয়েঞ্জার টিকা নিন এবং শীতল পরিবেশ এড়িয়ে চলুন। এতে সমস্যার কিছুটা উপশম হবে। এর সঙ্গে ফুসফুসের কিছু পরীক্ষা–নিরীক্ষার দরকার আছে। পরীক্ষার পর পরামর্শ মেনে চললে আশা করি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তাই আপনার উচিৎ একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে সুচিকিৎসা নেওয়া।