পরামর্শ দিয়েছেন ল্যাবএইড হাসপাতালের ডেন্টাল ক্লিনিকের ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, রুটক্যানেল স্পেশালিস্ট ডা. কাজী রুমানা শারমীন
প্রশ্ন: আমি একজন তরুণ, বয়স ২১ বছর। আমার সামনের দুটি দাঁত কিছুটা উঁচু। কথা বলার সময় বা হাসলে বের হয়ে থাকে। এ কারণে সব সময় হীনম্মন্যতায় ভুগি। ডাক্তারের কাছে গিয়েছিলাম। তিনি ব্রেসেস চিকিৎসার কথা বলেছেন। নিচের ও ওপরের দুটি করে দাঁত তুলে ব্রেসেস চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। আমার প্রশ্ন হলো, এ চারটি দাঁত তুলে ব্রেসেস চিকিৎসা নিলে পরে আমার কোনো ক্ষতি হবে কি না?
মো. আল-আমিন
উত্তর: যাদের দাঁত উঁচু ও আঁকাবাঁকা, তাদের দাঁত ফেলেই সাধারণত ব্রেসেস করার পরামর্শ দেওয়া হয়। স্বাভাবিকভাবে আমরা যদি চিন্তা করি যে কেন আমাদের দাঁত উঁচু কিংবা আঁকাবাঁকা হলো? সহজ উত্তর, আমাদের মুখে জায়গা কম ছিল। প্রাকৃতিকভাবে মুখে সবগুলো দাঁতের জায়গা করে দেওয়ার জন্য কখনো দাঁত উঁচু কখনো–বা আঁকাবাঁকা হয়ে যায়। তাই দাঁত স্বাভাবিক কামড়ে আনতে হলে বেশির ভাগ ক্ষেত্রেই চারটা, কখনো–বা তিনটা দাঁত ফেলে ব্রেসেস করা হয়। তবে অনেক সময় দাঁত না ফেলে কেবল দাঁতের অবস্থান পরিবর্তন করেও দাঁত নিচু করা সম্ভব। আবার যদি হাইপেলেট থাকে, সে ক্ষেত্রে প্রথমে পেলেট এক্সপাশন স্ক্রু ব্যবহার করেও করা যেতে পারে। সবচেয়ে বড় কথা, কার জন্য কোন চিকিৎসা প্রয়োজন, তা কেবল একজন ভালো অর্থোডেন্টিস্টই ভালো বলতে পারবেন।