মশার কামড়ে ক্ষত এবং চুলকানি হলে যা করবেন

মশার কামড়ে কারও কারও শরীরে ক্ষত, চাকা চাকা দাগ হয়। কারও লাল হয়ে ফুলে ওঠে। কারও হয় তীব্র চুলকানি। এমন যন্ত্রণা কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। মশার কামড়ে এমন হলে তা থেকে মুক্তির কয়েকটি উপায় জেনে নিন—

১. টি–ব্যাগ

ব্যবহৃত টি-ব্যাগ (গ্রিন টি) ঠান্ডা করে বা ফ্রিজে রেখে তা ফুলে যাওয়া চামড়ার ওপর কয়েক মিনিট রাখতে পারেন। এতে ঠান্ডা ভাব চুলকানি কমাবে আর চায়ের উপাদান প্রদাহ থেকে মুক্তি দেবে।
ছবি: পেক্সেলস

২. ওটমিল

ওটমিল পানির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মশার কামড়ে ফুলে যাওয়া স্থানে রেখে দিতে হবে। ধীরে ধীরে শুকিয়ে নিন।

৩. মধু

মশার কামড়ের যন্ত্রণা থেকে মুক্তির আরেকটি উপাদান হচ্ছে মধু। এতে ব্যাকটেরিয়া ও প্রদাহরোধী উপাদান আছে। ফোলা স্থানে একটু মধু লাগিয়ে রাখলে চুলকানি ও জ্বলুনি কমবে।

৪. ঘৃতকুমারী

ঘৃতকুমারী বা অ্যালোভেরার আছে প্রদাহরোধী বিশেষ গুণ। ঘৃতকুমারী কেটে রসাল অংশটি ফোলা স্থানে লাগাতে হবে। এতে ফোলা ও জ্বলুনি কমবে ও দ্রুত সেরে যাবে।

৫. বরফ

মশার কামড়ে জ্বলুনি হলে হাতের কাছে পাওয়া সবচেয়ে সহজ উপাদান হচ্ছে বরফের টুকরা। বরফ চূর্ণ করে একটি কাপড়ের মধ্য নিয়ে তা ফোলা স্থানে রাখলে চুলকানি থেকে মুক্তি মিলবে।

৬. ওষুধ

বেশি চুলকানি হলে একটা অ্যান্টিহিস্টামিন বড়ি খেয়ে নিন। বারবার নখ দিয়ে আঁচড়াবেন না।

সূত্র: হেলথ অনলাইন