অধুনা স্বাস্থ্য জিজ্ঞাসা

পুকুরের পানিতে গোসল করলে কি খোসপাঁচড়া হতে পারে?

প্রশ্ন: আমি একজন পুরুষ। বয়স ২৩ বছর। গ্রামে থাকি, পুকুরের পানিতে গোসল করি। তিন মাস ধরে আমার পায়ে অনেক খোসপাঁচড়া হচ্ছে। জীবাণুনাশক সাবান ব্যবহারের পরও কাজ হয়নি। কী করব, বুঝতে পারছি না। পুকুরের পানিতে গোসলের কারণে কি এমনটা হতে পারে? মাঝেমধ্যে পুকুরের পানির রং বদলে যায়, অনেক টোপা শ্যাওলা আছে পানিতে।

নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ: আপনার যে সমস্যা, সেটি নানা কারণে হতে পারে। তবে আপনার লেখা পড়ে মনে হচ্ছে, আপনার পুকুরের পানি ত্বকের জন্য যথেষ্ট নিরাপদ নয়। তাই প্রথমত আপনাকে পুকুরের পানিতে গোসল করা থেকে বিরত থাকতে হবে। নলকূপ বা অন্য উপায়ে তোলা পানিতে গোসল করুন। খোসপাঁচড়ায় আক্রান্ত স্থান সব সময় শুকনো রাখার চেষ্টা করুন। আপনার ক্ষেত্রে আক্রান্ত পা শুকনো রাখা খুবই জরুরি। পাশাপাশি দিনে দুবার পোভিডোন আয়োডিন ব্যবহার করে আক্রান্ত স্থান পরিষ্কার রাখুন। আর খোসপাঁচড়ায় ব্যথা থাকলে প্যারাসিটামল খেতে পারেন। এ ছাড়া মোজা পায়ে দেওয়ার আগে, আক্রান্ত স্থানে ভালো করে সিডি পাউডার লাগিয়ে নিতে পারেন। আশা করি, উপকার পাবেন।

পরামর্শ দিয়েছেন—
ডা. মাহ্‌মুদ চৌধুরী
চর্ম, যৌন, কুষ্ঠ ও অ্যালার্জি বিশেষজ্ঞ
কনসালট্যান্ট, চর্ম ও যৌন রোগ বিভাগ, ল্যাবএইড হাসপাতাল, ধানমন্ডি