ভালো থাকুন

শিশুর মাম্পস হলে করণীয়

মাম্পস শিশুদের একটি পরিচিত সংক্রামক ব্যাধি। ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুরা এতে বেশি আক্রান্ত হয়। প্যারামিক্সো ভাইরাস শ্রেণির অন্তর্গত আরএনএ ভাইরাসে এ রোগ হয়। প্যারোটিড গ্রন্থি ফোলার দুই দিন আগে থেকে পাঁচ দিন পর্যন্ত রোগী এর জীবাণু ছড়াতে সক্ষম থাকে। তবে এ রোগের কোনো বাহক থাকে না। এটা বেশি ঘটে শীতের শেষ ও বসন্তকালে। মাম্পস মূলত ছড়ায় আক্রান্ত রোগীর সরাসরি সংস্পর্শ, কাশি–হাঁচি কিংবা লালা-প্রস্রাব ইত্যাদির মাধ্যমে।

লক্ষণ

শরীরে রোগের জীবাণু প্রবেশের ১২-২৫ দিনের মাথায় উপসর্গ দেখা দেয়। শুরুতে জ্বর, ক্লান্তি, মাথাব্যথা, বমি ও বমি ভাব দেখা দেয়। এ সময় খিদেও লোপ পায়।

মাম্পসের প্রধান লক্ষণ হলো এক পাশে প্যারোটিক লালাগ্রন্থি ফুলে যাওয়া। ৩০ থেকে ৪০ শতাংশ শিশুর এভাবেই মাম্পস দেখা যায়। প্যারোটিড লালাগ্রন্থি ফোলার কারণে কানের সামনের ডান ও চোয়ালের উপরিভাগের অংশটি থাকে ফোলা, যা কখনো কখনো কানের লতিকে পেছনের দিকে ঠেলে রাখে। শিশুর খাবার গিলতে ও চিবোতে সমস্যা দেখা দেয়। ৭২ ঘণ্টার মধ্যে অন্য পাশের প্যারোটিড গ্ল্যান্ডও ফোলে। পরে ১০ থেকে ১৪ দিনের মধ্যে লালাগ্রন্থি ফোলা কমে আসে।

জটিলতা

  • মাম্পসজনিত জটিলতার অন্যতম মেনিনজাইটিস। তবে এ জটিলতা তুলনামূলকভাবে মৃদু প্রকৃতির। কিন্তু মাম্পসজনিত সমস্যায় মস্তিষ্কে প্রদাহ বা অ্যানকেফালাইটিস হলে মৃত্যুর ঝুঁকি থাকে। এখানে প্রধান লক্ষণ হলো তীব্র শিরঃপীড়া, আলোর দিকে তাকাতে না পারা ও ঘাড়ে শক্ত ভাব।

  • ২৫ শতাংশ মাম্পস আক্রান্ত রোগীর ক্ষেত্রে অণ্ডকোষও ফোলে। এতে এক–তৃতীয়াংশ ক্ষেত্রে শিশুর অণ্ডকোষ শুকিয়ে যায়। তবে এতে সন্তান জন্মদানের ক্ষমতা ততটা হ্রাস পায় না।

  • মাম্পস আক্রান্ত ৪ শতাংশ রোগীর ক্ষেত্রে অগ্ন্যাশয়ের প্রদাহ ঘটে। এতে করে কেউ কেউ ইনসুলিন-নির্ভর ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে।

  • মাম্পস–পরবর্তী অন্যান্য জটিলতা হলো কিডনি, অস্থিসন্ধি প্রভৃতির প্রদাহ। কানে না শোনার অন্যতম প্রধান কারণও মাম্পস–পরবর্তী জটিলতা।

চিকিৎসা

  • মাম্পস সাধারণভাবে আপনা–আপনি সেরে যায়। এ অসুখের কোনো সুনির্দিষ্ট ওষুধ নেই। সাধারণ ব্যবস্থাপনাই আসল। যেমন শিশুকে গরম পানিতে গড়গড়া করানো, নরম ও তরল খাবার দেওয়া এবং বেশি বেশি পানীয় পান করানো উচিত। জ্বর সারাতে প্যারাসিটামল।

  • শিশুকে লজেন্স চুষতে দিলে তা লালাগ্রন্থির রস নির্গত হতে সাহায্য করে, এতে করে লালাগ্রন্থির ফোলা তাড়াতাড়ি কমে আসে।

  • অণ্ডকোষ ফুলে গেলে বরফ প্যাক ব্যবহার করা যায়। ফোলা কমাতে ওষুধও ব্যবহার করা হয়।

প্রতিরোধমূলক ব্যবস্থা

  • মাম্পস আক্রান্ত শিশুর ১০ দিন পর্যন্ত বিদ্যালয়ে না যাওয়া।

  • শিশুর ১২ থেকে ১৮ মাস বয়সে এক ডোজ এবং পরে ৪ থেকে ৬ বছর বয়সে আরেক ডোজ বুস্টার মাম্পস ভ্যাকসিন দেওয়া।

অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল