পরামর্শ দিয়েছেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের কনসালট্যান্ট চর্ম, যৌন, অ্যালার্জি, লেজার অ্যান্ড হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ডা. মো. কামরুল হাসান চৌধুরী
জিজ্ঞাসা: আমার বয়স ২৩ বছর। দীর্ঘদিন ধরে অ্যালার্জির সমস্যায় ভুগছি। ইদানীং প্রখর রোদের কারণে বাইরে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। সব সময় শরীর চুলকায়। বিভিন্ন ধরনের ট্যাবলেট খাওয়ার পরও কোনো উপশম হচ্ছে না। এ অবস্থায় আমার করণীয় কী?
পরামর্শ: রোদ বা সূর্যের আলোয় অনেকেরই চুলকানি হয়ে থাকে। এটাকে বলে সোলার আর্টিকেরিয়া, যা এক ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন। রোদে বের হলে অবশ্যই ফুলহাতা জামা পরবেন। সম্ভব হলে মাথায় টুপি ব্যবহার করবেন এবং যতটা সম্ভব রোদ থেকে দূরে থাকবেন। একটা কথা মনে রাখতে হবে, এখন পর্যন্ত অ্যালার্জি বা আর্টিকারিয়ার পূর্ণ নিরাময়কারী কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি। ফলে এই রোগ থেকে মুক্তি পেতে সচেতন জীবনযাপন জরুরি। যে জিনিসগুলোতে আপনার অ্যালার্জি আছে, সেগুলো যথাসম্ভব এড়িয়ে চলবেন। আর অতিরিক্ত চুলকানি হলে ওষুধ খেতে পারেন। সে ক্ষেত্রে অবশ্যই একজন চর্মরোগবিশেষজ্ঞ দেখিয়ে নেবেন এবং তাঁর ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সেবন করবেন।