ভালো থাকুন

আবার ডেঙ্গু, সাবধান

ডেঙ্গু মশা
ফাইল ছবি

এবার আগেভাগেই হাসপাতালে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আগে বলা হতো বর্ষাকালে মানে আগস্ট থেকে সেপ্টেম্বর হচ্ছে এডিস মশার ব্রিডিং সময়। এ সময় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ে। তবে সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়। প্রায় সারা বছরই এই জ্বরে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। এখন এপ্রিল-মে থেকেই দেখা যাচ্ছে ডেঙ্গুর প্রকোপ। এর মানে হলো ভাইরাস যেমন তার স্বভাব পাল্টাচ্ছে, তেমনি পাল্টাচ্ছে এডিস মশাও। এর একটি কারণ হলো, প্রায় সারা বছর খোঁড়াখুঁড়ি আর নির্মাণকাজের জন্য শহরে বিভিন্ন জায়গায় পানি জমে থাকা। তাই বর্ষাকাল ছাড়াও এডিস মশা প্রজননের জন্য উপযোগী পরিবেশ পাচ্ছে সারা বছর।

ডেঙ্গুর চারটি উপধরন রয়েছে। একটি দ্বারা আগে সংক্রমিত হয়ে থাকলে পরে অন্যগুলো দিয়ে সংক্রমিত হলে জটিলতা বেশি হওয়ার ঝুঁকি থাকে। আশঙ্কার বিষয় হলো, বর্তমানে যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁরা প্রায় সবাই দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থবারের মতো সংক্রমিত হচ্ছেন। ফলে জটিলতাও বেশি দেখা যাচ্ছে।

এ বছর লক্ষ করা যাচ্ছে, আগের মতো উচ্চমাত্রার পাঁচ দিনের জ্বর না-ও হতে পারে, সামান্য জ্বর নিয়েও ডেঙ্গু হতে পারে। আগে বলা হতো, যে পাঁচ দিন পেরিয়ে গেলে এবং জ্বর সেরে যাওয়ার পরই কেবল জটিলতা শুরু হয়। তবে এখন দেখা যাচ্ছে, জ্বরের শুরুতেই বা দ্বিতীয়, তৃতীয় দিনেও জটিলতা নিয়ে রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। আকস্মিক রক্তচাপ কমে যাওয়া, ক্যাপিলারি লিকেজ, রক্তের প্লাটিলেট কমে যাওয়া, হেমাটোক্রিট বেড়ে যাওয়া—এসব দেখে জটিলতা বোঝা যায়।

যা করতে হবে

  • এখন জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করা উচিত। আগের মতো জ্বরের সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা বা শরীরব্যথা না-ও থাকতে পারে। টানা জ্বর না-ও থাকতে পারে। এমনকি জ্বরের ধরন সাধারণ ফ্লুর মতোও হতে পারে। কিন্তু সতর্কতার বিকল্প নেই। কোনো জ্বরকেই অবহেলা করবেন না।

  • জ্বর হলে শিশুদের স্কুলে বা কোচিংয়ে পাঠাবেন না। সম্পূর্ণ বিশ্রামে রাখুন। প্রচুর পানি ও তরল পান করতে দিন। ছোটাছুটি করতে দেবেন না। কারণ, অধিক ছোটাছুটিতে শিশুদের রক্তচাপ হঠাৎ কমে গিয়ে মাথা ঘুরে পড়ে যেতে পারে, নিস্তেজ হয়ে পড়তে পারে।

  • সাধারণ ডেঙ্গু জ্বর বিশ্রাম, তরল আর প্যারাসিটামলেই সেরে যায়। কিছু কিছু ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হলে হাসপাতালে ভর্তি হতে হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না। প্রয়োজনে জ্বরের শুরুতে এবং চার-পাঁচ দিনের মাথায় আরেকবার চিকিৎসকের পরামর্শ নিন।

  • এডিস মশা জন্মাতে পারে, এমন কোনো অবস্থাই যেন বাড়ির চারপাশে সৃষ্টি না হয়। আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করুন। দিনের বেলা শিশুরা ঘুমালে মশারি ব্যবহার করবেন।