শিশুর গায়ের রং নিয়ে দুশ্চিন্তা না করে তার সুস্থতায় গুরুত্ব দিন
শিশুর গায়ের রং নিয়ে দুশ্চিন্তা না করে তার সুস্থতায় গুরুত্ব দিন

আমার ছেলের গায়ের রং বদলে গেল কেন?

পরামর্শ দিয়েছেন—ল্যাবএইড লেজার অ্যান্ড অ্যাস্থেটিক লাউঞ্জের (কলাবাগান) কনসালট্যান্ট, চর্ম, যৌন, অ্যালার্জি, লেজার অ্যান্ড হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ডা. মো. কামরুল হাসান চৌধুরী

প্রশ্ন: আমার ছেলের বয়স ৭ বছর। জন্মের সময় সে অনেক ফরসা ছিল। দিন দিন কিছুটা শ্যামবর্ণ হয়ে গেছে। এমন কেন হলো? আবার কি তার আগের রং ফিরে আসবে? নাকি এমনই থাকবে?

নাম প্রকাশে অনিচ্ছুক, পাবনা

উত্তর: মা–বাবা হিসেবে সন্তানের গায়ের রং নিয়ে কথা না বলাই ভালো। এতে অনেক সময় শিশুর মনে বিভিন্ন রকমের হতাশা তৈরি হতে পারে। একটি শিশু যখন ভূমিষ্ঠ হয়, তখন সে নির্দিষ্ট গায়ের রং নিয়েই পৃথিবীতে আসে। এই গায়ের রং বদলানো বা পরিবর্তন করা প্রায় অসম্ভব। কিংবা কোনো অসুখেও গায়ের রং পরিবর্তন হওয়ার কথা নয়। শিশুর যদি কোনোরকমের ত্বকের অসুখ বা কোনো সমস্যা দেখা দেয়, আপনি অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে পারেন। শিশুর গায়ের রং নিয়ে দুশ্চিন্তা না করে শিশু ঠিকমতো খাচ্ছে কি না, তার ওজন, উচ্চতা, বিকাশ ঠিকমতো হচ্ছে কি না, এসব বিষয় আমাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত।