অনেকেরই ইমিটেশনের গয়নায় পার্শ্বপ্রতিক্রিয়া হয়
অনেকেরই ইমিটেশনের গয়নায় পার্শ্বপ্রতিক্রিয়া হয়

আপনার কি ইমিটেশনের গয়নায় অ্যালার্জি আছে

অনেকেরই ইমিটেশনের গয়নায় পার্শ্বপ্রতিক্রিয়া হয়। কানের দুল, চুড়ি ও হার যেখানে পরা হয়, সে জায়গা লাল হয়ে যায়, চুলকায়, অনেক সময় ফুসকুড়ির মতোও দেখা যায়। এর কারণ কী? কোনো প্রতিকার কি নেই? উত্তর দিয়েছেন রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজের চর্মরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আসিফুজ্জামান

কী কারণে এমন হয়

কারও কারও ত্বক নির্দিষ্ট কোনো জিনিসের প্রতি অতি সংবেদনশীল হয়ে থাকে। তাঁদের ত্বক ওই নির্দিষ্ট জিনিসের সংস্পর্শে এলেই কিছু প্রতিক্রিয়া দেখা দেয়। গয়নায় যেসব ধাতব উপকরণ ব্যবহার করা হয়, সেগুলোর কোনো কোনোটিতে অনেকেরই এমন সংবেদনশীলতা থাকে। এ কারণে ওই উপকরণের গয়না ব্যবহার করলে ত্বক লালচে হয়ে যায়, চুলকায় কিংবা গুঁড়ি গুঁড়ি দানা দেখা দেয়। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় অ্যালার্জিক কন্ট্যাক্ট ডারমাটাইটিস।

সাভারের ভাকুর্তা গ্রামে গয়না বানাচ্ছেন কারিগরেরা

যেকোনো গয়নাতেই কি অ্যালার্জি হতে পারে

সোনার গয়নায় অ্যালার্জি হওয়াটা বিরল। রুপার গয়নাতেও অ্যালার্জি হয় খুব কম। বেশির ভাগ ক্ষেত্রেই ইমিটেশনের গয়নার সংকর ধাতু নিকেলের জন্য অ্যালার্জি হয়।

প্রতিকার কী

কোনো গয়না পরার পর এ রকম সমস্যা দেখা দিলে অবশ্যই তা খুলে ফেলতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ত্বকের ওপর যতটা প্রভাব পড়েছে, সেই অনুযায়ী চিকিৎসাসেবা দেবেন তিনি। তবে একবার এ রকমটা ঘটে থাকলে ভবিষ্যতেও ওই ধাতুর গয়না এড়িয়ে চলতে হবে।