ঢাকায় মানসিক স্বাস্থ্যসেবার জন্য যেতে পারেন এই প্রতিষ্ঠানগুলোয়

মানসিক সমস্যাকে এই সমাজের অনেকেই ‘সমস্যা’ বা ‘রোগ’ মনে করে না। নিভৃতে বাড়তে থাকা মানসিক সমস্যার নেতিবাচক প্রভাব ব্যক্তিজীবনেও পড়ে। আক্রান্ত ব্যক্তির মধ্যে অসংলগ্ন আচরণ কিংবা আত্মহত্যার প্রবণতাও দেখা যায়। পরিবারের সদস্যরা অনেক ক্ষেত্রেই সমস্যাটা অনুভব করতে পারেন। কিন্তু সমাধানের জন্য কী করতে হবে, কোথায় যেতে হবে, এসব নিয়ে দ্বিধায় থাকেন তারা।

প্রয়োজনে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়া জরুরী
ছবি: পেক্সেলস

ঢাকার শেরেবাংলা নগরে আছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগেও মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার সুযোগ রয়েছে। বেসরকারি হাসপাতালগুলোয় গিয়েও মানসিক রোগবিশেষজ্ঞ এবং মনোবিদের শরণাপন্ন হতে পারেন। এর বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, যেখানে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। তেমনই কয়েকটার খবর।

মনের বন্ধু

মানসিক সমস্যার সমাধানে কাউন্সেলিং ভীষণ গুরুত্বপূর্ণ। কাউন্সেলিং সেবার জন্য মনের বন্ধুতে যেতে পারেন। কোনো প্রতিষ্ঠানে গিয়ে তাদের কর্মীদের মানসিক সমস্যা সমাধানে গ্রুপ ওয়ার্কশপ এবং অন্যান্য সেবাও প্রদান করে এই প্রতিষ্ঠান। এ ছাড়া সবার জন্য সব সময় সেবা দেওয়ার জন্য রয়েছে মনের বন্ধু অ্যাপ।

মনের বন্ধুর ঠিকানা: ২/১৬, ব্লক-বি, লালমাটিয়া

ঢাকার অনেক জায়গাতেই মানসিক সমস্যার সমাধানে কাউন্সেলিং দেওয়া হয়

আইকন কেয়ার লিমিটেড

মানসিক রোগ বিশেষজ্ঞ এবং মনোবিদের পরামর্শের জন্য এখানে যেতে পারেন। বহুতল এই ভবনে রোগী ভর্তি রাখারও সুযোগ রয়েছে। ভর্তি প্যাকেজের মধ্যেই কাউন্সেলিং ও যোগব্যায়ামের সেশন, অন্তঃকক্ষ ক্রীড়া জিমনেসিয়ামসহ নানাবিধ সুযোগ-সুবিধা রয়েছে।

ঠিকানা: বাড়ি ৪৫, রোড ১৯, উত্তরা ১১

সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিক

এখানেও মানসিক রোগ বিশেষজ্ঞ এবং মনোবিদের পরামর্শ নিতে পারেন। মনোযোগের সেশন এবং যোগব্যায়ামের সুবিধাও পাবেন। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের মানসিক সমস্যা নিয়েও কাজ করে এই ক্লিনিক।

ঠিকানা: বাড়ি ৪ ডি, রোড ৭৩, গুলশান ২

মানসিক সমস্যার নেতিবাচক প্রভাব পড়ে ব্যক্তিজীবনেও

পাইনেল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার

মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শের জন্য যেতে পারেন এই প্রতিষ্ঠানেও। মিলবে কাউন্সেলিংসহ সব ধরনের সাইকোথেরাপির সুযোগ।

ঠিকানা: ২২২/১ বি, দক্ষিণ পীরেরবাগ (আমতলা), মিরপুর

ইনসাইট সাইকো-সোশ্যাল কেয়ার অ্যান্ড রিসার্চ

মানসিক রোগ বিশেষজ্ঞ এবং মনোবিদের পরামর্শ নেওয়া যাবে। রয়েছে কেবিনে কিংবা ওয়ার্ডে রোগী ভর্তি রাখার সুবিধা।

ঠিকানা: ৭১/১, পায়োনিয়ার রোড, সেগুনবাগিচা