চোখের জটিল রোগ ইউভাইটিস

চোখের পুষ্টি নিয়ন্ত্রণে এতে রক্তনালিপূর্ণ একটি স্তর আছে, যাকে ইউভিয়া বা ভাসকুলার কোট বলা হয়। এটি চোখের মধ্যস্তর। ইউভিয়া ও এর চারপাশের টিস্যুগুলোর প্রদাহ হলে তাকে বলে ‘ইউভাইটিস’। এ রোগে রোগীর একটি বা দুটি চোখই আক্রান্ত হতে পারে। চোখে আঘাত, জীবাণুর সংক্রমণ, কানেকটিভ টিস্যু বা যোজককলার রোগ ইত্যাদি কারণে এ রোগ হতে পারে।

লক্ষণ

  • কম দেখা, ঝাপসা দেখা, চোখের সামনে কালো বিন্দু ভেসে বেড়াতে দেখা, আলোর প্রতি সংবেদনশীলতা বা ফটোফোবিয়া।

  • চোখ ব্যথা করা ও লাল হয়ে যাওয়া। মাথায় যন্ত্রণা হওয়া।

  • চোখের তারারন্ধ্র ছোট হয়ে যাওয়া। তারার রং পরিবর্তন হওয়া।

  • চোখ দিয়ে পানি পড়া।

শিশুদের ক্ষেত্রে রোগের লক্ষণ অনেক দেরিতে বোঝা যায় বলে রোগ জটিল রূপ ধারণ করে। সময়মতো চিকিৎসা না করলে রোগী অন্ধ হয়ে যেতে পারে।

কেন হয়

  • ইউভাইটিসের সঠিক কারণ এখনো অজানা। সাধারণত অটোইমিউন রোগের ক্ষেত্রে এ সমস্যা দেখা যায়; যখন শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা রোগীর চোখসহ বিভিন্ন টিস্যুর ওপর আক্রমণ করে।

  • আলসারেটিভ কোলাইটিস, এইচআইভি সংক্রমণ, হারপিস, লাইম ডিজিজ, সিফিলিস, টিউবারকিউলোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, জুভেনাইল আর্থ্রাইটিস থেকে হতে পারে।

  • চোখে তীব্র আঘাত, বিষাক্ত দ্রব্য চোখে ঢুকে যাওয়া ও ধূমপানও এ রোগের পেছনে থাকতে পারে।

 রোগনির্ণয়

  • চিকিৎসক রোগীর চোখ পরিষ্কার না ঝাপসা—সেটি পর্যবেক্ষণ করেন। এ ছাড়া কয়েকটি পরীক্ষা করা হয়, যেমন সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমে শ্বেত রক্তকণিকার সংখ্যা ও প্রোটিনের মাত্রা নির্ণয়।

  • শারীরিক পরীক্ষার পাশাপাশি রোগীর সম্পূর্ণ চিকিৎসার ইতিহাস সংগ্রহ করা। ত্বকের পরীক্ষা। চোখের ভেতর উপস্থিত তরলের পরীক্ষা। কোনো অটোইমিউন রোগ আছে কি না, তা বের করা।

চিকিৎসা

  • প্রদাহ কমাতে কর্টিকোস্টেরয়েড ওষুধ এবং তারারন্ধ্র প্রসারণে সাহায্য করতে মাইড্রিয়াটিক চোখের ড্রপ ও সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহার।

  • গাঢ় রঙের চশমা আলোর প্রতি সংবেদনশীলতার ক্ষেত্রে সাহায্য করতে পারে।

এ রোগে দ্রুত চক্ষু চিকিৎসকের কাছে যেতে হবে। কারণ এটি বেশ জটিল রোগ।

  • অধ্যাপক ডা. সৈয়দ এ কে আজাদ, চক্ষুরোগবিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন, বিভাগীয় প্রধান, চক্ষুরোগ বিভাগ, আল-রাজী হাসপাতাল, ফার্মগেট, ঢাকা